ad
ad

Breaking News

Whoop

ঘুমোনোর জন্যও বোনাস দেয় এই সংস্থা, করবেন নাকি এই সংস্থায় চাকরি

শারীরিক ও মানসিক ভাবে সুস্থ সবল থাকতে ঘুম অত্যন্ত জরুরি। ফিটনেস ফ্রিক বা স্বাস্থ্য সচেতন মানুষ ও খেলোয়াড়দের হাতে অনেক সময় জনপ্রিয় ফিটনেস ব্র্যান্ড

This company also gives bonus for sleeping do or work in this company

Whoop এর ফিটনেস ব্যান্ড

Bangla Jago Desk, Mou Basu: শারীরিক ও মানসিক ভাবে সুস্থ সবল থাকতে ঘুম অত্যন্ত জরুরি। ফিটনেস ফ্রিক বা স্বাস্থ্য সচেতন মানুষ ও খেলোয়াড়দের হাতে অনেক সময় জনপ্রিয় ফিটনেস ব্র্যান্ড । Whoop এর ফিটনেস ব্যান্ড দেখা যায়। কর্মীদের ঘুমানোর জন্যও নাকি বোনাস দিয়ে থাকে Whoop।

[ আরও পড়ুন : IDIOT Syndrome:ডাক্তার বলছেন আপনি সুস্থ, কিন্তু আপনি সন্তুষ্ট নন, ভাবছেন জটিল অসুখে আক্রান্ত, আপনি IDIOT সিন্ড্রোমে আক্রান্ত নন তো?]

Whoop-এর সিইও উইল আহমেদ জানান,এই স্টার্টআপ সংস্থা কর্মীদের স্বাস্থ্যকর জীবন যাপনের জন্য উৎসাহিত করে। আর এর জন্যই তারা দেখে কর্মীরা যেন পর্যাপ্ত ঘুমোয়। যদি কোনো কর্মচারী গড়ে ৮৫% ঘুমোন তাহলে তাঁকে প্রতি মাসে অতিরিক্ত ১০০ ডলার প্রদান করা হয়। এছাড়াও সংস্থাটি তাদের সমস্ত কর্মীদের বিনামূল্যে একটি Whoop ফিটনেস ব্যান্ড এবং Whoop-এর সদস্যপদ প্রদান করে থাকে। পাশাপাশি, তারা কর্মচারীদের পরিবারের একজন সদস্যের জন্য একটি অতিরিক্ত ব্যান্ডও দেয়।

[ আরও পড়ুন : বুদ্ধ পূর্ণিমায় বিশ্বশান্তির বার্তা দিলেন দেশ-বিদেশের বৌদ্ধ ভিক্ষুরা]

Whoop-এর সিইও উইল আহমেদ আরও জানান, আমাদের সংস্থা ‘আনলকিং হিউম্যান পারফরম্যান্সে’র উদ্দেশ্য নিয়ে কাজ করছে। আমরা বিশ্বাস করি যে কর্মীরা পর্যাপ্ত ঘুমোলে অফিসে এসে অধিক পরিশ্রম করতে পারবে। আর কর্মক্ষেত্রে কর্মীরা একে অপরের সঙ্গে দেখা করে নানান কথাবার্তা বললে ইতিবাচক পরিবেশ তৈরি হয়। যার ফলে স্বাভাবিকভাবেই তারা কাজে আরও ভালো ভাবে মন দিতে পারে। কাজে বেশি উৎসাহী হবে। এই কারণে কর্মীদের ঘুমের জন্যও বোনাস দেওয়া হয়।