ad
ad

Breaking News

Vande Mataram

Vande Mataram: এখন থেকে আর ‘জয় হিন্দ’, ‘বন্দেমাতরম’ স্লোগান নয় রাজ্যসভায়, জারি বিজ্ঞপ্তি

এবার থেকে রাজ্যসভায় আর দেওয়া যাবে না ‘জয় হিন্দ’, ‘বন্দেমাতরম’-এর মতো স্লোগান। সংসদের উচ্চকক্ষের মর্যাদা রক্ষায় নয়া আচরণবিধি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে।

From now on no more 'Jai Hind', 'Vandemataram' slogans in Rajya Sabha, notification issued

সংগৃহীত

Bangla Jago Desk: এবার থেকে রাজ্যসভায় আর দেওয়া যাবে না ‘জয় হিন্দ’, ‘বন্দেমাতরম’-এর মতো স্লোগান। সংসদের উচ্চকক্ষের মর্যাদা রক্ষায় নয়া আচরণবিধি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে। তাতে বলা হয়েছে, রাজ্যসভায় কোনওরকম ছবি বা কোনও প্রতীক দেখানো যাবে না। দেওয়া যাবে না ‘জয় হিন্দ’, ‘বন্দেমাতরম’-এর মতো স্লোগান। তবে ‘জয় শ্রী রাম’ বলা যাবে না এমন উল্লেখ করা যায়নি। এখানেই বিরোধী সরব হচ্ছে। বিরোধী পক্ষের বক্তব্য, সমালোচনা গণতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য। সংসদের উচ্চকক্ষে সেই সমালোচনার অধিকার নিষিদ্ধ করা হচ্ছে। ‘জয় হিন্দ’, ‘বন্দেমাতরম’-এর মতো স্লোগানে দেশাত্মবোধক স্লোগানে কী করে নিষেধাজ্ঞা চাপানো হতে গণতন্ত্রের পীঠস্থানে? স্বাভাবিক ভাবেই এই সিদ্ধান্ত ঘিয়ে বিতর্ক তুঙ্গে।

[ আরও পড়ুন: Nishant Singh: সামরিক নীতি নিয়ে এবার উদ্বেগ প্রকাশ প্রয়াত ফাইটার পাইলট নিশান্ত সিং-এর মা প্রমিলা দেবীর

রাজ্যসভার সাংসদদের জন্য নয়া আচরণবিধি কার্যকর করা হয়েছে। তাতে বেশ কিছু নির্দেশিকা জানানো হয়েছে। সংসদদের সেই নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে। ‘জয় হিন্দ’, ‘বন্দেমাতরম’-এর মতো স্লোগানে নিষেধাজ্ঞা যেমন চাপানো হয়েছে, তেমনই রাজ্যসভার চেয়ারম্যান যা সিদ্ধান্ত নেবেন, তা নিয়ে সংসদের ভেতরে বা বাইরে কোনও সমালোচনা করা যাবে না।

কেন্দ্রের শাসকদল বিজেপির বিরুদ্ধে বারবার বিরোধী কণ্ঠকে দমিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সংসদের মতো জায়গায় যেখানে বিরোধীরা দেশের মানুষের কণ্ঠস্বর হিসেবে তুলে ধরেন নানা কথা–  সেখানে এই বিধিনিষেধ চাপানো নিয়ে প্রশ্ন উঠছে। বিরোধী আক্রমণ ও সমালোচনা বন্ধ করার জন্য শাসক দল সংসদের উচ্চকক্ষে এই ধরনের বিধিনিষেধ চাপানো হচ্ছে বলে সরব হয়েছে বিরোধী পক্ষে। দেশাত্মবোধক স্লোগান ‘জয় হিন্দ’, ‘বন্দেমাতরম’ স্লোগানে আপত্তি তোলা হল, অথচ শাসক পক্ষের সাংসদরা যে ‘জয় শ্রী রাম’ স্লোগান দেন তাতে আপত্তি করা হচ্ছে না। যা নিয়ে প্রশ্ন উঠছে। সরব হচ্ছে বিরোধীরা।