ad
ad

Breaking News

Railway Recruitment

Railway Recruitment: সুখবর! শীঘ্রই সর্বভারতীয় স্তরে রেল চালক পদে শুরু হতে চলেছে নিয়োগ, পড়ুন বিস্তারিত

উত্তরবঙ্গে রেল দুর্ঘটনার পর তত্পরতা বাড়িয়েছে রেল। ট্রেন চালকদের বিশ্রাম কক্ষের ব্যবস্থা করার পর এবার রেল চালক নিয়োগের পথে রেল প্রশাসন।

Recruitment for the post of Railway Driver at All India level is going to start soon

ছবিঃ নিজস্ব

Bangla Jago Desk: উত্তরবঙ্গে রেল দুর্ঘটনার পর তৎপর বাড়িয়েছে রেল। ট্রেন চালকদের বিশ্রাম কক্ষের ব্যবস্থা করার পর এবার রেল চালক নিয়োগের পথে রেল প্রশাসন।  অগাস্ট মাসে প্রায় ১হাজার ২৬০জন ট্রেন চালকের পদপূরণ করা হবে। তারজন্য  সহকারি চালকদের পদোন্নতি করা হবে বলে  জানিয়েছেন পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র। এছাড়াও ১৫থেকে ১৬হাজার শূন্যপদ পূরণ করা হবে বলেও ঘোষণা করা হয়েছে।

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ায় বড়সড় গাফিলতি ধরা পড়ে। রেলের  অব্যবস্থার পুণরাবৃত্তির জন্য লাইফলাইনের মাথায় যাঁরা বসে আছেন,তাঁদের  দিকে আঙুল ওঠে।  মোদি সরকার যেখানে  বুলেট ট্রেনের স্বপ্ন ফেরি করছে,সেখানে কেন বারবার এক্সপ্রেস ট্রেন বা দূরপাল্লার ট্রেন বেলাইন হচ্ছে ? কেন বেঘোরে প্রাণ দিতে হচ্ছে টিকিট কেটে ট্রেনে চাপা যাত্রীদের ? কেন বাহানাগার দুর্ঘটনার পরেও রেলের হুঁশ ফেরেনি তাই নিয়ে সরব হয় বিরোধীরা। কারণ  অনেকেই প্রশ্ন তোলেন,দূরপাল্লার ট্রেনে চেপে নিশ্চিন্তে গন্তব্যে পৌঁছানো যাবে কিনা। চাপের মুখে পড়ে রেল প্রশাসন ড্রামেজ কন্ট্রোলে তৎপরতা বাড়াল। দুর্ঘটনার কাটাছেঁড়া করতে গিয়ে প্রথমে দেখা যায়, চালকদের বিশ্রাম নেওয়ার কোনও আলাদা রেস্টরুম না থাকায় ট্রেন চালকরা ঠিকমতো কাজ করতে  পারছেন না । দ্বিতীয়তঃ ট্রেনের চালক সংখ্যাও প্রয়োজনের তুলনায় কম। উল্লেখযোগ্য এই জোড়া সমস্যা মেটানোর জন্য দেরিতে হলেও ঘুম ভাঙল রেল কর্তৃপক্ষের। বিশ্রামকক্ষ তৈরির পাশাপাশি এবার ট্রেনের চালক নিয়োগের কাজে নামছে ভারতীয় রেল।রেলের তরফে জানানো হয়েছে,আপাততঃ ১হাজার ২৬০জন ট্রেন চালক নিয়োগ করা হবে অগাস্টে। ট্রেন চালকদের পদোন্নতির মাধ্যমে খালি পদ পূরণ হতে চলেছে বলে জানিয়েছেন পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।

এছাড়াও খুব দ্রুত সর্বভারতীয় স্তরে প্রায় ১৫০০০ এর বেশি শূন্যপদে নিয়োগের ব্যবস্থা হতে চলেছে । ভবিষ্যতের রেল চালকদের কাছে এটি একটি বিরাট সুখবর বলে রেল কর্তারা মনে করছেন। ইচ্ছুক চাকরি প্রার্থীদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট ফলো করার জন্য বলা হয়েছে। এখন রেল প্রশাসন এই কর্মী নিয়োগ বাড়িয়ে মূল সমস্যার কতটা সুরাহা করতে পারে তাই দেখার।