সংগৃহীত
Bangla Jago Desk: আজকের জন্য মুখ্যমন্ত্রীর দিল্লি যাত্রা স্থগিত হল। আজ দিল্লি যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর দিল্লি যাত্রা স্থগিত রাখা হয়েছে। কী কারণে স্থগিত, তা এখনও স্পষ্ট নয়।
[ আরও পড়ুন: Bankura: সরকারি উদ্যোগে আলু বিক্রি, ২৭ টাকা দরে মিলছে আলু]
আগামী ২৭ জুলাই নীতি আয়োগের বৈঠক আছে দিল্লিতে। সেই বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর এই সফর স্থগিত রাখার সঠিক কারণ জানা যায়নি। নবান্ন সূত্রে খবর আগামীকাল দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী।আজ দিল্লি সফরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগামী ২৭ জুলাই নীতি আয়োগ এর বৈঠক অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরে একাধিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করার সম্ভাবনা।
[ আরও পড়ুন: Kultali: কুলতলির ‘টানেল ম্যান’ সাদ্দাম এর বাড়ি থেকে উদ্ধার আগেয়াস্ত্র]
তৃণমূলের সাংসদদের সঙ্গে বৈঠক করার কথা ছিল তৃণমূল সুপ্রিমোর। এছাড়া মুখ্যমন্ত্রীর এই সফরে আরও কিছু রাজনৈতিক কার্যক্রম রয়েছে। তবে আজকের মত এই যাত্রা স্থগিত হয়েছে। সংসদে বাজেট অধিবেশন চলছে। তৃণমূল সুপ্রিমোর এই দিল্লি সফর তাই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক ওয়াকিবহাল মহলের। কেন্দ্রের পেশ করা বাজেটে বাংলাকে বঞ্চনা করা হয়েছে বলে আগেই অভিযোগ করেছেন মমতা। এই নিয়ে সুর চড়িয়েছেন তিনি। সংসদের ভিতরে বাজেটের ওপর আলোচনায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় চড়া সুরে ভাষণ দিয়েছে। সংসদের বাইরে ইন্ডিয়া জোটের বিক্ষোভেও তৃণমূল ছিল শীর্ষ ভাগে।