চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk : কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন ফুটবল তারকা লিওনেল মেসি। এই নিয়ে ফুটবল ভক্তদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়েছে। তার ভক্তদের উদ্দেশ্যে লিওনেল মেসি বলেছেন দ্রুত তিনি সুস্থ হয়ে উঠবেন। তবে পায়ের গোড়ালিতে এই চোটের কারণে ফুলে রয়েছে মেসির। আগামী কয়েকটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। মেসি সহ দলের অন্যান্যরা এখন উৎসবের মেজাজে রয়েছেন।
View this post on Instagram
জয়ের আনন্দে গোটা দেশ উৎসবমুখর। আর এই উৎসবের মাঝে মেসির চোট ভাবিয়ে তুলেছে তাঁর ভক্তদের। বিশেষ করে আগামী টুর্নামেন্টে মাঠে নামতে পারবেন না এই তারকা ফুটবলার। তার পায়ের জাদু থেকে বঞ্চিত হতে হবে ফুটবল ভক্তদের। ইন্টার মিয়ামির পরবর্তী দুটি মেজর লিগ সকার ম্যাচ মিস করবেন মেসি। মেসির মাঠে নামতে না পারার খবর জানিয়েছেন মিয়ামি কোচ জেরার্ডো মার্টিনো। ফ্লরিডার হার্ডরক স্টেডিয়ামে ম্যাচের ৬৪ মিনিটের মাথায় পায়ে চোট পেয়েছিলেন তিনি। ফলে তাকে মাঠ ছাড়তে হয়।
[ আরও পড়ুন : CM Mamata Banerjee: অন্যায়ের সঙ্গে আপস না করার বার্তা মুখ্যমন্ত্রীর ]
লিওনেল মেসির পরবর্তী ম্যাচ ছিল টরেন্টো এফসির বিরুদ্ধে বুধবার। আগামী শনিবার শিকাগো ফায়ারের বিরুদ্ধে ইন্টারমিয়ামি হোম ম্যাচ ছিল তাঁর। এই ম্যাচগুলিতে মাঠে নামতে পারবেন না তিনি। মিয়ামি কোচ জেরার্ডো মার্টিনো জানিয়েছেন যতদিন না মেসি সুস্থ হয়ে উঠছেন মাঠে নামতে পারবেন না। বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁর চিকিৎসা করছেন। তবে বেশি আত্মবিশ্বাসী দ্রুত সুস্থ হয়ে তিনি মাঠে নামবেন।
[ আরও পড়ুন : CM Mamata Banerjee: অন্যায়ের সঙ্গে আপস না করার বার্তা মুখ্যমন্ত্রীর ]
ইন্টার মিয়ামি ২৩ টি ম্যাচ খেলে ১৪ টি ম্যাচ জিতেছে এবং পাঁচটি ড্র করেছে। এম এল এস – এ এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে তাঁর দল। মেসিদের সংগৃহে ৪৭ পয়েন্ট। মেসি না থাকাটা মিয়ামিকে অনেকটাই চিন্তায় রাখবে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।