ad
ad

Breaking News

Cooch Behar

দাম কমানোর সময়সীমা বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কোচবিহারে শুরু হল ন্যায্য মূল্যে আলু বিক্রি

টাস্ক ফোর্স এর প্রতিনিধিরা প্রতিনিয়তই জেলার সমস্ত বাজারে হানা দিচ্ছে

Sale of potatoes at fair price started in Cooch Behar

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk : কোচবিহার: এবার ন্যায্য মূল্যের আলুর স্টল খুলল কোচবিহার জেলা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। কাঁচা সবজির দাম আকাশ ছোঁয়া। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নড়েচড়ে বসে প্রশাসন। তৈরি করা হয় টাস্ক ফোর্স। টাস্ক ফোর্স এর প্রতিনিধিরা প্রতিনিয়তই জেলার সমস্ত বাজারে হানা দিচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে কোচবিহার জেলার ব্যবসায়ী সমিতিকে সবজির দাম নিয়ন্ত্রণে আনার নির্দেশ দেওয়া হলে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ভবানীগঞ্জ বাজার সহ জেলা সমস্ত বাজারে ন্যায্য মূল্যে আলুর দোকান খোলা হয়েছে। এই দোকান থেকে ২৮ টাকায় কেজি মূল্যে আলু পাওয়া যাচ্ছে।

[ আরও পড়ুন : Lionel Messi: গোড়ালি চোটের কারণে এমএলএস ম্যাচে মাঠে নামতে পারবেন না লিওনেল মেসি

প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভাপতি প্রদীপ কুমার সাহা জানান, “জেলাশাসকের নির্দেশমতো গতকাল থেকে সুলভ মূল্যে আলুর দোকান খোলা হয়েছে। এই দোকান থেকে ২৮ টাকা কেজি দরে আলু কিনতে পারবে ক্রেতারা। সকাল ৯টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এই দোকান খোলা থাকবে।” রাজিব আলম নামে এক ক্রেতা জানান, “সবজির দাম বেড়ে যাওয়া সমস্যায় পড়তে হচ্ছে। বাজারে এসে এই সুলভ মূল্যের এই আলুর দোকান দেখে আলু নিয়েছি। ভালো মানের আলো দেওয়া হচ্ছে এই দোকান থেকে। বাজারের অন্য দোকান থেকে অনেকটাই দাম কম নিচ্ছে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি।”  

[ আরও পড়ুন : CM Mamata Banerjee: অন্যায়ের সঙ্গে আপস না করার বার্তা মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, টানা বেশ কয়েকদিন প্রবল বৃষ্টির জেরে কৃষিজমি গুলো চলে গেছে জলের তলায়। যার ফলে বাজারে কাঁচা শাক সবজির দাম আকাশ ছোঁয়া। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর জেলা প্রশাসনের তরফে একটি টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সবজির দাম নিয়ন্ত্রণে আনার কথা ব্যবসায়ীদের বারংবার বলা সত্ত্বেও দাম কমছে না কোচবিহার ভবানীগঞ্জ বাজারে। বাজারের এক ব্যবসায়ী জানান, সমস্ত সবজি প্রায় ৮০ টাকা কেজি উপরে চলে গেছে। যেগুলো বাইরে থেকে আমদানি করা হয় সেই সবজিগুলো দাম অনেকটাই বেশি। এক ক্রেতা জানান, সবজির দাম আকাশ ছোঁয়া হয় হেঁসেলে সমস্যায় পড়তে হচ্ছে। সবজির দাম বেড়ে যাওয়ায় ব্যাক ফাঁকা নিয়েই বাড়ি ফিরতে হচ্ছে।