ad
ad

Breaking News

Delhi Police

Delhi Police: পড়ল খালিস্তানি পোস্টার, স্বাধীনতা দিবসকে ঘিরে কড়া নিরাপত্তা

সম্প্রতি রাজধানী দিল্লিতে খালিস্তানি ঘটনা বেড়েই চলেছে।

Khalistani posters read, security tight around Independence Day

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk : ফের একবার খালিস্তানি টার্গেট কিলিং, পোস্টার পড়ল। সামনেই ১৫ আগষ্ট অর্থাৎ ভারতের স্বাধীনতা দিবস। খালিস্তানি সন্ত্রাসী সংগঠনগুলো ১৫ আগস্ট টার্গেট কিলিং করতে পারে বলেই মনে করছে প্রশাসনিক মহল । স্বাধীনতা দিবসে খালিস্তানি ষড়যন্ত্র ফাঁস হয়েছে ইতিমধ্যেই। এরপর থেকেই অ্যাকশন মুডে দিল্লি পুলিশ। জারি করা হয়েছে কড়া সতর্কতা।

[ আরও পড়ুন :

দাম কমানোর সময়সীমা বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কোচবিহারে শুরু হল ন্যায্য মূল্যে আলু বিক্রি

খালিস্তানি সংগঠনগুলো স্বাধীনতা দিবস নিয়ে বড় ধরনের ষড়যন্ত্র করছে। গোপন সূত্রে খবর পাওয়া মাত্রই সতর্ক হয়েছে দিল্লি পুলিশ । ১৫ অগাস্ট এই সংগঠনগুলি দিল্লির বিভিন্ন জায়গায় খালিস্তানি স্লোগান সহ পোস্টার লাগাতে পারে বলে মনে করা হচ্ছে। কার্যত সতর্ক হয়েছে দিল্লি পুলিশের বিশেষ সেলও। ১৫ আগষ্ট কে সামনে রেখে কোনরকম ঝুঁকি নিতে চায় না প্রশাসন। ইতিমধ্যেই, দিল্লির পুলিশ কমিশনার উচ্চপর্যায়ের বৈঠক করেছেন।

[ আরও পড়ুন : Sukanta Majumdar: ‘ ইডি-সিবিআই দিয়ে কখনই জেতা যায় না, ‘কাউকে জেলে ভরে বিজেপি জিতবে না’- বিস্ফোরক সুকান্ত

সম্প্রতি রাজধানী দিল্লিতে খালিস্তানি ঘটনা বেড়েই চলেছে। দিল্লি মেট্রো সহ অনেক জায়গায় খালিস্তানের সমর্থনে লাগানো হয়েছে পোস্টার। কার্যত, স্বাধীনতা দিবসে নজরদারি বাড়িয়েছে দিল্লি পুলিশ। নেওয়া হচ্ছে কড়া নিরাপত্তা। সম্প্রতি, পাঞ্জাব পুলিশ খালিস্তানিদের নেটওয়ার্কের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিয়েছে। কানাডায় বসে থাকা খালিস্তানি সন্ত্রাসী লক্ষবীর সিং ওরফে লান্ডার তিন সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের হাতে গ্রেফতার হওয়া লান্দার সহযোগীরা চাঁদাবাজি নেটওয়ার্ক, অস্ত্র, পাকিস্তান থেকে আসা মাদকসহ অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত ছিল বলেই প্রশাসন সূত্রে খবর।