ad
ad

Breaking News

Infosys Hiring

Infosys Hiring:সুখবর, সুখবর ! ২০২৪-২৫ আর্থিক বর্ষে ইনফোসিসে হতে চলেছে বিরাট নিয়োগ

২০২৪-২৫ আর্থিক বর্ষে ১৫,০০০-২০,০০০ কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ইনফোসিস

%%title%% Infosys Hiring: Good news, good news! Infosys is going to have a huge recruitment drive in the financial year 2024-25

Bangla Jago Desk: যারা চাকরির আশায় দিন গুনছেন, তাদের জন্য এবার সুখবর নিয়ে এল ভারতের দ্বিতীয় বৃহত্তম আইটি পরিষেবা সংস্থা ইনফোসিস। তাদের তরফে এবার বলা হয়েছে, ২০২৪-২৫ আর্থিক বর্ষে ১৫,০০০-২০,০০০ কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ইনফোসিস। এই বিষয়ে ইনফোসিসের সিএফও জয়েশ সংঘরাজকা সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, ৮৫.৩ শতাংশ ব্যবহার সহ, আমাদের খুব কমই হেডরুম অবশিষ্ট রয়েছে। তিনি বলেন- ‘বৃদ্ধি কীভাবে দেখছি তার ওপর ভিত্তি করে আমরা এ বছর ১৫-২০ হাজার ফ্রেশার নিয়োগের বিষয়টি দেখব। এটি অন-ক্যাম্পাস এবং অফ ক্যাম্পাস উভয়ের সংমিশ্রণ হবে।’

অপরদিকে, একটি সমীক্ষা সংস্থা কর্তৃক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম তিন মাস ইনফোসিসে কর্মী কমেছে ১৯০৮ জন। পাশাপাশি, ভারতের তৃতীয় বৃহত্তম আইটি পরিষেবা সংস্থা এইচসিএলটেক জানিয়েছে যে তারা ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য ১০,০০০ ফ্রেশার নিয়োগ করবে। এছাড়া, ২০২৪-এ প্রায় ১১,৯০০ ফ্রেশারকে চাকরিতে নিয়েছিল ইনফোসিস। যদিও, ২০২৩-এর তুলনায় যা ৭৬ % কম। প্রসঙ্গত, ১০ জুলাই থেকে কলকাতার নিউটাউনে পথ চলা শুরু করেছে ইনফোসিসের নবনির্মিত ভবন।

২০১৮ সালের অগাস্টে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সফ্টওয়্যার উন্নয়ন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। কোম্পানি জানিয়েছে, ৫২৫,০০০ বর্গফুট সুবিধা নির্মাণের প্রথম পর্যায়ে প্রায় ১০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। প্রাথমিকভাবে এক হাজার আইটি কর্মীদের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে নয়া এই ক্যাম্পাসে। বামফ্রন্ট শাসনামলে ৫০ একর জমি অধিগ্রহণ করেছিল ইনফোসিস। সব মিলিয়ে, ইনফোসিসের এই পদক্ষেপ যে কর্মসংস্থানের আশায় বসে থাকা চাকরিপ্রার্থীদের দিশা দেখাতে চলেছে, তা বলাবাহুল্য।