চিত্র : সংগ্রহীত
Bangla Jago Desk, Mou Basu : প্রযুক্তি যত আধুনিক হচ্ছে ততই দিনকে দিন বাড়ছে সাইবার অপরাধ ও জালিয়াতির সংখ্যা। সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে প্রায়সময় পার্ট টাইম কাজের বিজ্ঞাপন নজরে আসে। এবার ভুয়ো পার্ট টাইম কাজের বিজ্ঞাপনের চক্করে পড়ে সাইবার জালিয়াতির শিকার হলেন তামিলনাড়ুর কোয়েম্বত্তুরের বছর ৪০-এর এক শিক্ষিকা। সাইবার অপরাধের শিকার হয়ে ২৮.৫৫ লাখ টাকা হারিয়েছেন তিনি।
[ আরও পড়ুন : Vastu Tips: জেনে নিন বাস্তু শাস্ত্রের এই ঘরোয়া টিপস, এবার একটি পাখির হাত ধরে চমকাবে আপনার ভাগ্যও ]
কীভাবে সাইবার অপরাধের শিকার হলেন কোয়েম্বত্তুরের ওই শিক্ষিকা?
সোশ্যাল মিডিয়ায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি পার্ট টাইম কাজের বিজ্ঞাপন দেয়। তারপর ওই ব্যক্তি নিজেই শিক্ষিকার সঙ্গে যোগাযোগ করে। প্রাথমিক ভাবে ওই শিক্ষিকা দেড় হাজার টাকা দেওয়ার কথা বলা হয়। এরপরে ধীরে ধীরে শিক্ষিকার বিশ্বাস অর্জন করা হয়। তাঁকে বিনিয়োগ করতে রাজি করানো হয়। মোট ২৮ লাখ ৫৫ হাজার বিনিয়োগের নাম করে ১৭ দফায় শিক্ষিকার কাছ থেকে আদায় করে জালিয়াতরা। এরপর টনক নড়ে ওই শিক্ষিকার। তিনি সাইবার অপরাধ থানায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
[ আরও পড়ুন : Premier League : প্রিমিয়ার লিগে ফিরতে মরিয়া লিডস এবং সাউদাম্পটন ]
পার্ট টাইম কাজের নামে জালিয়াতি ঠেকাতে কেমন ভাবে সতর্ক থাকবেন
১) কাজ অনুযায়ী কেমন বেতন সেদিকে নজর রাখুন। পার্ট টাইম কাজ কিন্তু বেশি মাইনে বললে সেটা অবাস্তব জানবেন।
২) যে সংস্থা বা ব্যক্তি কাজের অফার দিচ্ছে তার গ্রহণযোগ্যতা যাচাই করে নেবেন।
৩) জালিয়াতরা প্রশিক্ষণের নামে টাকা হাতানোর চেষ্টা করে। তাই কোনো টাকা দেবেন না।
৪) গিফট কার্ড, ব্যক্তিগত চেক বা মানি ট্রান্সফার সার্ভিসের মাধ্যমে আর্থিক লেনদেনে রাজি হবেন না। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিপোজিট বা সুরক্ষিত পেমেন্ট প্লাটফর্ম মারফত পেমেন্ট নেবেন।
৫) ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। ব্যাঙ্কের তথ্য দেবেন না।