গ্রাফিক্স চিত্র
Bangla Jago Desk: ১. ভোট মিটতেই প্রশাসনে নজর মমতা বন্দ্যোপাধ্যায়ের। সমস্ত মন্ত্রী, জেলাশাসক,পুলিশ সুপার ও দফতরের আধিকারিকদের নিয়ে নবান্নের সভাঘরে মঙ্গলবার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী।
২. ১০ জুলাই বাংলার চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। উপনির্বাচন সামলাতে তৃণমূলের চার সদস্যের কোর কমিটি গঠন। কমিটিতে কুণাল ঘোষ, অতীন ঘোষ, স্বপন সমাদ্দার ও পরেশ পাল।
৩. মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ পার্ক স্ট্রিটের পার্ক সেন্টারে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১৫টি ইঞ্জিন। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
৪. মঙ্গলবার অফিস টাইমে কলকাতার মৌলালি মোড়ে বাস দুর্ঘটনা। দরজা থেকে ছিটকে গেল ৫ জন যাত্রী। আহত যাত্রীদের চিকিৎসা চলে এনআরএস হাসপাতালে। ঘটনার তদন্তে পুলিশ।
৫. মালদার গাজোলে পথ দুর্ঘটনা। নিমন্ত্রণ হারিয়ে মারুতি গাড়ি উল্টে আহত চার। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুজনের অবস্থা আশঙ্কাজনক।
[ আরও পড়ুন – জামাই আদরে তোড়জোড় , ভিড় ফল মিষ্টির দোকানে]
৬. আসানসোলের পর হাওড়া ডোমজুড়ে সোনার দোকানের দুঃসাহসিক ডাকাতি। ক্রেতা সেজে এসে আগ্নেয়াস্ত দেখিয়ে সোনার গহনা নিয়ে চম্পট দেয় ডাকাত দল। ঘটনার তদন্তে পুলিশ ।
৭. রানিগঞ্জ পুলিশের সাফল্য। আসানসোল রানিগঞ্জে একটি সোনার শো-রুমে ডাকাতির ঘটনায় ‘মোস্ট ওয়ান্টেড’ ডাকাত সুরোজ সিংয়ের পর গ্রেফতার আরও এক ডাকাত সনু সিং ।
৮. নির্বাচনের ফল ঘোষণার পর থেকে উত্তপ্ত তুফানগঞ্জ। মঙ্গলবার তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে তুফানগঞ্জ অন্দরানফুলবাড়ী ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় ।
৯. টানা বৃষ্টিতে সিকিমের একাধিক জায়গায় ধস। বড় বিপদ এড়াতে বন্ধ করে দেওয়া হল রাজ্য থেকে সিকিম যাওয়া লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়ক এবং ইয়াংগাং ও রাভাংলা সংযোগকারী ব্রিজ।
১০. দক্ষিণবঙ্গের ৮ জেলায় তাপপ্রবাহের সর্তকতা। জারি কমলা ও হলুদ সর্তকতা। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের।
[ আরও পড়ুন – গ্রেফতার আরও এক গুলিবিদ্ধ দুষ্কৃতী রানিগঞ্জকাণ্ডে গ্রেফতার অভিযুক্ত সনু সিং ]
১১. মানবাধিকারের প্রসঙ্গ তুলে শুভেচ্ছাবার্তায় কার্যত ‘খোঁচা’ দিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এবার ধন্যবাদ জানিয়ে ট্রুডোকে পালটা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পারস্পরিক বোঝাপড়া ও একে অপরের উদ্বেগের জায়গাগুলোর প্রতি শ্রদ্ধা বজায় রেখেই আগামিদিনে কানাডার সঙ্গে কাজ করবে ভারত। বার্তা মোদির।
১২. প্রশ্ন ফাঁস থেকে অন্যায়ভাবে গ্রেস নম্বর, NEET-এ দুর্নীতির অভিযোগ তুলে পুনরায় পরীক্ষার দাবিতে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল মামলা। তবে সে আর্জি খারিজ করল দেশের শীর্ষ আদালত। একইসঙ্গে নিটের কাউন্সেলিংয়ে স্থগিতাদেশের আবেদনও খারিজ করা হয়েছে আদালতের তরফে।
১৩. দ্বিতীয়বারের জন্য বিদেশমন্ত্রী হয়ে তাঁর গলায় শোনা গেল সীমান্ত সংঘাতের কথা। মোদি সরকারের প্রধান লক্ষ্য যে বর্ডার ইস্যুগুলোর সমাধান ও সন্ত্রাসবাদ দমনে কাজ করা, সেকথাই জানালেন তিনি। পাশাপাশি চিন ও পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও আগামিদিনে ভারতের বিদেশনীতির কথাও তুলে ধরলেন জয়শংকর।
১৪. গত এপ্রিলে শরদ পওয়ারকে ‘ভ্রাম্যমাণ আত্মা’ বলে খোঁচা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় মাস দেড়েক পরে মোদিকে কটাক্ষ করতে দেখা গেল বর্ষীয়ান নেতাকে। তিনি জানিয়ে দিলেন, এই ‘ভ্রাম্যমাণ আত্মা’ চিরকাল থাকবে। এবং সে মোদিকে কখনও রেহাই দেবে না।
১৫. অন্তর্বাসে লুকিয়ে সোনা পাচারের সময় মুম্বই থেকে গ্রেফতার দুই বিদেশিনী। মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁদের গ্রেফতার করেছে শুল্ক বিভাগ।
[ আরও পড়ুন – Weather: দিল্লি, বিহার ও বাংলায় তাপপ্রবাহের সর্তকতা, উপকূলীয় রাজ্যগুলিতে বৃষ্টির পূর্বাভাস, দেখে নেওয়া যাক কেমন থাকবে দেশের আবহাওয়া ]
১৬. সাংসদ হয়েছেন এক সপ্তাহও পার হয়নি এরইমাঝে বিহারের বাহুবলী নেতা পাপ্পু যাদবের বিরুদ্ধে উঠল তোলাবাজির অভিযোগ। বিহারের পূর্ণিয়ার সাংসদের বিরুদ্ধে ১ কোটি টাকা তোলাবাজির অভিযোগ স্থানীয় ব্যবসায়ীর।
১৭. প্রকাশ্যে এল ভারতীয় মহাকাব্যিক সায়েন্স ফিকশন অ্যাকশন ফিল্ম ‘কল্কি ২৮৯৮ এডি’র ট্রেলার। কাহিনীটি লিখেছেন ও পরিচালনা করেছেন নাগ অশ্বিন। সোমবার ট্রেলারটি হিন্দি ও তেলেগু ভাষায় লঞ্ছ করেছে।
১৮. সিরিজ লভার দের জন্য পর পর সু-খবর! পঞ্চায়েতের চূড়ান্ত সাফল্যের পর এবার রিলিজ করল বহুল প্রতীক্ষিত সিরিজ জিতু ভাইয়ার ‘কোটা ফ্যাক্টরি সিজন-৩’ এর ট্রেলার। ট্রেলার ঘিরে সিরিজ লভারদের ক্রেজ লক্ষ্যনিয়।
১৯. সুনীল ছেত্রী পরবর্তী পর্বে মঙ্গলবার অগ্নিপরীক্ষা ভারতের। শুধু ভারত কেন, সব থেকে বড় পরীক্ষা জাতীয় কোচ ইগর স্টিমাচের। এই ম্যাচের ফলাফলের উপর তাঁর এদেশে কোচিং কেরিয়ারের ভবিষ্যৎ নির্ভর করবে।
২০. আগামী বছরে নতুন ফরম্যাটে শুরু হতে চলেছে ফিফা ক্লাব বিশ্বকাপ । সেই টুর্নামেন্ট খেলতে আপত্তি ছিল রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আন্সেলোত্তির। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই মত বদলালেন তিনি।