ad
ad

Breaking News

Birbhum

জামাই আদরে তোড়জোড় , ভিড় ফল মিষ্টির দোকানে

বুধবার  জামাইষষ্ঠী উপলক্ষে মিষ্টির দোকানের মিষ্টি বিক্রেতারা বিভিন্ন রকমের সুস্বাদু মিষ্টির পসরা সাজিয়ে ইতিমধ্যে প্রস্তুত রয়েছেন সকাল থেকে।

Before Jamai Shashti Demand For Sweets and fruits Is High In Shop

নিজস্ব

Bangla Jago  Desk,বীরভূম ,পার্থ দাস: রাত পোহালেই জামাইষষ্ঠী । অর্থাৎ বুধবার  জামাইষষ্ঠী উপলক্ষে মিষ্টির দোকানের মিষ্টি বিক্রেতারা বিভিন্ন রকমের সুস্বাদু মিষ্টির পসরা সাজিয়ে ইতিমধ্যে প্রস্তুত রয়েছেন সকাল থেকে। একদিকে মঙ্গলবার  মঙ্গলচন্ডীর শেষ মঙ্গলবার পুজো, জৈষ্ঠ মাসের যেমন কেনাকাটার ভিড় রয়েছে অপরদিকে জামাই আদরের ত্রুটি না রাখতে আগাম শশুর এবং শাশুড়িরা জামাইকে আদরে আপ্যায়ন করতে মিষ্টি ফল আম ইতিমধ্যে কিনে রাখছে।

[ আরও পড়ুন: Delhi Court: নাবালিকার সম্মতিতে যৌন সম্পর্ক হলেও, সেটি অপরাধ- জানাল দিল্লি কোর্ট]

মিষ্টির দাম সাধ্য মতন থাকলেও আম লিচু সহ একাধিক ফলের দাম কালকের তুলনায় অনেক বেশি তাই আজ থেকেই যতটা পারছে কিনে রাখছেন অপরদিকে মঙ্গলবার লিচু দাম প্রায় ২০০ টাকা আম ১০০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

দুটি পরপর পূজো পড়ে যাওয়ায় ফলের চাহিদা থেকে শুরু করে মিষ্টির দোকানে মিষ্টির চাহিদাও বেশি রয়েছে। গত বছরে জামাইষষ্ঠীতে লিচুর দাম ছিল আকাশ ছোঁয়া প্রায় 500 টাকা কেজি আমের দামও ছিল অনেক টাই বেশি গত বছরের তুলনায় এই বছরে অনেকটাই দাম কম রয়েছে আম লিচুর তবে দাম বাড়ার আশঙ্কায় ভুগছে ক্রেতা থেকে বিক্রেতা রাত তাই যতটা পারছে আজ থেকেই কিনে মজুদ করে রাখছেন অপরদিকে জৈষ্ঠ্য মাসের শেষ মঙ্গলবার উপলক্ষে আজকে যেমন ফল মিষ্টির দোকানে ভিড় রয়েছে ওপর থেকে জামাইষষ্ঠীর ও আগাম মিষ্টি কিনে রাখছেন।

বিভিন্ন লোভনীয় সুস্বাদু মিষ্টির পসরা সাজিয়ে জামাইকে উপহার দিতে ইতিমধ্যে বীর জমিয়েছে শশুর , আমন্ত্রণ পাঠিয়েছেন জামাইদের মঙ্গলবার লিচু দাম প্রায় ২০০ টাকা আম ১০০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে থেকেই আসতে শুরু করেছেন আদরের জামাইরা বীরভূম জেলাতে তীব্র গরম থাকলেও সকাল থেকেই হাঁসফোঁস গরমে বাজার গুলিতে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে যানজটেও রয়েছে অনেকটাই সকাল থেকেই ষষ্ঠী পুজো করতে ভিড় জমবে। পাশাপাশি  ষষ্ঠী মন্দির গুলিতে জামাইয়ের মঙ্গল কামনা পাশাপাশি বাড়ির মারা ছেলের মঙ্গল কামনায় ষষ্ঠী পুজোতে ভিড় জমাবেন সকাল থেকেই।  সিউড়ির ষষ্ঠী তলা গুলিতে ভিড় থাকবে। আর সেই জন্য সুষ্ঠুভাবে পুজো দিতে পারে সেই লক্ষ্য করে পুলিশ মোতায়ন থাকবেন।  সোমবার জামাইষষ্ঠীকে ঘিরে রাজ্য সাজো রক বীরভূমের সমস্ত দোকান থেকে বাজার গুলিতে।