ad
ad

Breaking News

Raniganj

গ্রেফতার আরও এক গুলিবিদ্ধ দুষ্কৃতী রানিগঞ্জকাণ্ডে গ্রেফতার অভিযুক্ত সনু সিং

সোনার দোকানের ডাকাতির ঘটনায় পুলিশের বড়সড় সাফল্য। সুরোজ সিংয়ের পর গ্রেফতার আরও এক দুষ্কৃতী

One more gunshot suspect arrested in Raniganj case, accused Sanu Singh

গ্রাফিক্স

Bangla Jago Desk: সোনার দোকানের ডাকাতির ঘটনায় পুলিশের বড়সড় সাফল্য। সুরোজ সিংয়ের পর গ্রেফতার আরও এক দুষ্কৃতী।অভিযুক্তের নাম সনু সিং।  ধানবাদের হাসপাতালে চিকিত্সাধীন ছিল সনু।সনুকে জেরা চালাচ্চে পুলিশ।এর আগে সুরোজ সিংয়ের কাছ থেকে প্রচুর সোনা সহ অলঙ্কার উদ্ধার হয়।

[ আরও পড়ুন: প্রয়াত অভিনেত্রী মালবিকার  পরিবারের খোঁজ মিলল না! শেষকৃত্যে কেবল বন্ধুরাই]

বাকিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে  পুলিশ ।উল্লেখ্য, ৭জন এই গ্যাংয়ে   ছিল বলে জানা গেছে। ঝাড়খণ্ড থেকে আসা লুঠেরাদের সন্ধানে খোঁজ শুরু করেছে রানিগঞ্জ থানার পুলিশ।কয়েকদিন আগে   রানাঘাটের মতোই    রানিগঞ্জেও সোনা সহ মূল্যবান গয়না লুঠের চেষ্টা হয়।রক্ষীদের অস্ত্র কেড়ে নেয় লুঠেরারা।সমস্ত কর্মী ও ক্রেতাদের নিশানা করে দুবৃত্তরা।বন্দুক উঁচিয়েই ১৫মিনিটের অপারেশন চালায় দুষ্কৃতীদল।  সেই ডাকাতি রুখতে কোমর বেঁধে নামে পুলিশ।পুলিশের সঙ্গে ডাকাতদলের ধুন্ধুমার বেঁধে যায়।তুমুল গুলির লড়াই আর সন্ত্রস্ত করার পরিস্থিতি দেখে ক্রেতারা পালিয়ে যায়।  হিন্দি ভাষাভাষী ২২ থেকে ২৫ বছরের ৭ জন যুবক আসে। হঠাৎ করে  ঢুকে স্বমূর্তি ধারণ করে।  এই ঘটনার পর নিরাপত্তা রক্ষীরা আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পালায়।৭-৮রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

এই ডাকাতির খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের   মানুষেরা   জড়ো হয় রানীগঞ্জের তার বাংলা অঞ্চলে। পুলিশ সমস্ত ঘটনার পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহের জন্য এখন ওই সেনকো গোল্ডের মালিকের সাথে কথা বলে সমস্ত ঘটনা জেনে নেয়। এই ঘটনার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই ডাকাত দলের কাউকে ধরপাকড় করা যায় কিনা এ বিষয়েও তথ্য সংগ্রহ করে পুলিশ।তারপরই পুলিশি তত্পরতায় জালে ধরা পড়ল ২ দুষ্কৃতী।