অভিনেত্রী মালবিকা দাস। ছবিঃ সংগৃহীত
Bangla Jago Desk: প্রয়াত ‘দ্য ট্রায়াল’ ওয়েব সিরিজের অভিনেত্রী মালবিকা দাস। কাজলের সঙ্গে তাঁকে শেষবার এই ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গিয়েছিল। তাছাড়াও তাঁকে যিশু সেনগুপ্তের প্রোডাকশনেও কাজ করেছিলেন অভিনেত্রী। ৬ জুন মাত্র ৩৭ বছর বয়সী অভিনেত্রীর পচা গলা দেহ এদিন তাঁরই মুম্বাইয়ের লোখান্ডওয়ালার বাড়ি থেকে উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছিলেন তাঁর দেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। এবং স্থানীয়রা বেশ কিছুদিন ধরেই অভিনেত্রীকে দেখতে পেতেন না, তবে এদিন প্রতিবেশীরা তাঁর ঘর থেকে পচা গন্ধ পেলে পুলিশকে খবর দেয়। তারপরই পুলিশ এসে মৃত অভিনেত্রীর দেহটিকে উদ্ধার করে। ময়না তদন্তের পর রবিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়। তবে শেষ মুহূর্ত পর্যন্তও অভিনেত্রীর সঙ্গে তাঁর পরিবারের কেও উপস্থিত ছিল না।
আরও পড়ুনঃ Bangladesh: কিশোর হত্যায় পলতককে খুঁজছে পুলিশ
নূর এর আগে কাতার এয়ারওইয়েজে বিমানসেবিকার কাজ করতেন। তবে ইন্ডাস্ট্রিতে অভিনয় এবং বলিউডের নেশা ও স্বপ্ন পূরণের জন্য অভিনেত্রী অভিনয়ের দুনিয়ায় পা রাখেন। তবে গত মে মাস পর্যন্ত তাঁর পরিবার মালবিকার সঙ্গেই থাকত। কয়েক সপ্তাহ আগেই তাঁরা অসমে নিজেদের বাড়িতে ফিরেছেন তারপরই এই ঘটনাটি ঘটে। অভিনেত্রীর বাড়ির সদস্যদের খবর দেওয়া হলেও তাঁরা আসেনি। পুলিশ ৯ জুন রবিবার তাঁর দেহ দাহ করায় একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তায়। শহরের দাবিহীন মৃতদেহ দাহ করা হয়।
আরও পড়ুনঃ
Entertenment: নিজের গানে নতুন ছন্দে বলিউড হাসিনা হেলেন |
পুলিশের প্রাথিক তদন্তের অনুমান আত্মহত্যা করেছেন অভিনেত্রী। সঙ্গে তাঁর ঘর থেকে উদ্ধার করা হয়েছে, ডিপ্রেশনের ওষুধ। অভিনেত্রী অসমের বাসিন্দা ছিলেন। বহু সিরিজে তাঁকে অভিনয় করতে দেখা দেখা গিয়েছে, তাঁদের মধ্যে রয়েছে ‘সিসকিয়ান’, ‘ওয়াকম্যান’, ‘তিখি চাটনি’, ‘জাগন্য উপয়া’, ‘চার্মসুখ’, ‘দেখি উন্দেখি’, ‘ব্যাকরোড হাস্টল’-এর মতো ছবি। একইসঙ্গে, তাঁকে ডিজনি প্লাস হটস্টারের ‘দ্য ট্রায়াল’-এ কাজল এবং যিশু সেনগুপ্তের সঙ্গেও দেখা গিয়েছে শেষবার। পরিবারের কেও না থাকলেও তাঁর বন্ধু, সহকর্মী থেকে অনুরাগীরা সকলেই এদিন অভিনেত্রীর শেষকৃত্যে উপস্থিত ছিলেন। তাঁরা ঘটনাটির ফলে ভেঙ্গে পরেছেন।