ad
ad

Breaking News

Mamata Banerjee

Mamata Banerjee: নতুন করে আবাসের সমীক্ষা করবে রাজ্য, প্রশাসনিক বৈঠকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

জেলায় জেলায় আইন শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ জেলা শাসকদের

The state will conduct a new housing survey, the Chief Minister instructed in the administrative meeting

ছবি : সংগৃহীত

Bangla Jago Desk : নতুন করে আবাসের সমীক্ষা করবে রাজ্য। প্রত্যেকটি গরিব মানুষের মাথার ছাদের বন্দোবস্ত করতে  বদ্ধপরিকার রাজ্য। কেন্দ্র আবাস যোজনার টাকা না দিলে রাজ্যের  অর্থে প্রকল্প রূপায়ণ হবে। প্রশাসনিক বৈঠকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। জেলায় জেলায় আইন শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ জেলা শাসকদের।

[ আরও পড়ুন – হাইটেক যুগে সনাতনী প্রথায় জামাইষষ্ঠীর আয়োজন তুঙ্গে, বাজারে কদর বাড়ছে ফিউশন মিষ্টির]

লোকসভা নির্বাচন  প্রক্রিয়া শেষ হয়েছে। প্রায় দু’মাস উন্নয়ন মূলক কাজ  প্রায় থমকে গিয়েছিল। এবার রাজ্যের উন্নয়নমূলক কাজে গতি আনতে চান মুখ্যমন্ত্রী। আর সেই লক্ষ্যে নবান্নে পর্যালোচনামূলক বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার জেলা শাসকরা। উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও আধিকারিকরাও। বৈঠকে ছিলেন রাজ্যের শীর্ষ কর্তারা।  নবান্ন সূত্রে খবর, এ দিনের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ  সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে উল্লেখযোগ্য আবাস যোজনা সংক্রান্ত সিদ্ধান্ত। রাজ্যে নতুন করে আবাস সমীক্ষা করবে রাজ্য। প্রত্যেকটা গরিব মানুষ যাদের মাথায় ছাদ নেই তাদের ছাদের ব্যবস্থা করতে বদ্ধপরিকর রাজ্য সরকার।

[ আরও পড়ুন – গরমের ছুটি শেষে বিদ্যালয় পরিদর্শনে রাজগঞ্জের বিডিও ]

কেন্দ্রীয় সরকার যদি আবাস যোজনার টাকা আবারো আটকে রাখে সেক্ষেত্রে রাজ্য সরকারই এই প্রকল্পের টাকা দেবে। নতুন করে সমীক্ষা করে সেই তালিকা তৈরি করতে চাইছে রাজ্য। যেসব প্রকল্পের কাজ থমকে রয়েছে তা যাতে দ্রুত শেষ করা হয়  এদিনের বৈঠক থেকে সেই নির্দেশ দিয়েছেন মমতা। এদিনের বৈঠকে জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। জেলাশাসক ও পুলিশ সুপারদের এই নিয়ে আরো কার্যকরী ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোন রকমের বিশৃঙ্খলা বরদাস্ত না করার উপর জোর দেওয়া হয়েছে।