Bangla Jago Desk : জলপাইগুড়ি -কল্যান চন্দ- গরমের ছুটি শেষে শুরু হয়েছে পঠনপাঠন। স্কুলে সারপ্রাইজ ভিজিট করলেন জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। ফের সারপ্রাইজ ভিজিট শুরু করলেন জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন।
[ আরও পড়ুন : মহকুমার পর ধূপগুড়ি পেল নতুন পুলিশ ফাঁড়ি ]
সোমবার থেকে শুরু হয়েছে স্কুলগুলিতে পঠন-পাঠন।তাই মঙ্গলবার বিদ্যালয় পরিদর্শক সাজ্জাদ হোসেনকে সঙ্গে নিয়ে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের পানিকৌরি গ্রাম পঞ্চায়েতের ন্যাংটাগছ স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান তিনি।সেখানে গিয়ে তারা দেখেন বিদ্যালয়ের চারজন শিক্ষক উপস্থিত থাকলেও ছাত্র-ছাত্রীদের উপস্থিতি খুবই কম।
[ আরও পড়ুন :
SEBI: সেবি ৪৯ কর্মকর্তা পদে নিয়োগের ঘোষণা, অনলাইনে আবেদন করতে পারবেন ৩০ জুন পর্যন্ত ] |
৭৬ জন পড়ুয়ার মধ্যে উপস্থিত মাত্র ১৪ জন।এই পরিস্থিতি দেখে অসন্তুষ্ট হন বিডিও প্রশান্ত বর্মন। এর কারণ জানতে চাইলে শিক্ষকরা আমতা আমতা করে উত্তর দেন।অবিলম্বে পঠনপাঠনের মান উন্নয়নের জন্য স্কুলের পরিচালন কমিটি ও অভিভাবকদের নিয়ে মিটিং করার নির্দেশ দেন বিডিও।
এই ব্যাপারে বিডিও প্রশান্ত বর্মন বলেন, রাজ্য সরকার শিক্ষা খাতে প্রচুর টাকা ব্যয় করে।এছাড়া প্রত্যন্ত গ্রামের গরীব পরিবারের শিশুদের শিক্ষা গ্রহণের একমাত্র উপায় এই প্রাথমিক বিদ্যালয়।তাই পঠনপাঠনের ক্ষেত্রে টালবাহানা বা উদাসীনতা মেনে নেওয়া যায় না।কয়েক মাস আগে আমি এই স্কুলে ভিজিট করেছিলাম।সেসময় অভিভাবকরা স্কুলের পঠনপাঠন নিয়ে অভিযোগ জানিয়েছিলেন।তাই পুনরায় ভিজিট করলাম।এসে দেখলাম পড়ুয়াদের উপস্থিতি খুবই কম। তাই এই অবস্থার পরিবর্তন করার জন্য অবিলম্বে স্কুলের পরিচালন কমিটি ও অভিভাবকদের নিয়ে মিটিং করার নির্দেশ দেওয়া হল।