ad
ad

Breaking News

jalpaiguri

মহকুমার পর ধূপগুড়ি পেল নতুন পুলিশ ফাঁড়ি

বিধায়ক নির্মল চন্দ্র রায় বলেন," এখনকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এখানে একটি পুলিশ ফাঁড়ির।অবশেষে এদিন পুলিশ ফাঁড়ির উদ্বোধন হল।

Dhupaguri got a new police outpost after subdivision

নিজস্ব চিত্র

Bangla Jago Desk : জলপাইগুড়ি : ধূপগুড়ি মহকুমার ডাউকিমারি বাজারে উদ্বোধন হল নতুন পুলিশ ফাঁড়ির। মঙ্গলবার জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ডবাহলে উমেশ গনপত ডাউকিমারি বাজারে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন। নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন হতেই খুশির হাওয়া ডাউকিমারি জুড়ে।উল্লেখ্য জানুয়ারি মাসে ধূপগুড়িকে মহকুমা ঘোষনা করে রাজ্য সরকার।মহকুমা ঘোষণা হওয়ার পর মহকুমাশাসক, মহকুমার পুলিশ আধিকারিক ইতিমধ্যে দায়িত্ব গ্রহণ করছেন।ধূপগুড়ি মহকুমার ডাউকিমারি সহ আশেপাশের এলাকার দীর্ঘদিনের দাবি ছিল ডাউকিমারি এলাকায় একটি পুলিশ ফাঁড়ি গড়ে তোলা হোক।মূলত কোনো ঘটনা ঘটলে ধূপগুড়ি থানা থেকে পুলিশ আসতে অনেকটাই সময় লেগে যায়।পাশাপাশি কোনো অভিযোগ দায়ের করতে গেলেও অনেকটা দূর পথ পাড়ি দিয়ে ধূপগুড়ি থানায় যেতে হয়।ধূপগুড়িকে মহকুমা ঘোষনা হতেই ডাউকিমারিতে পুলিশ ফাঁড়ি গড়ে উঠবে সেই আশায় বুক বেঁধেছিল ডাউকিমারি বাসী।

[ আরও পড়ুন : Meghalaya: মেঘালয়েই লুকিয়ে সুইজারল্যান্ড! মেঘেদের মাঝে অ্যাডভেঞ্চার প্রেমীদের হিডেম ওয়ানিয়াংলেং দর্শন ]

অবশেষে ডাউকিমারি বাজার এলাকায় পুলিশ ফাঁড়ি গড়ে তোলা হল।এলাকাবাসীদের কথায় অনেকটাই সুবিধা হল পুলিশ ফাঁড়ি গড়ে ওঠাতে।এদিন পুলিশ ফাঁড়ি উদ্বোধনের পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল।এদিনের পুলিশ ফাঁড়ি উদ্বোধনে পুলিশ সুপার সহ উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীন সমীর আহমেদ,মহকুমা পুলিশ আধিকারিক গেইলসেন লেপচা, মহকুমাশাসক দোলমা পুষ্পা লেপচা, বিধায়ক নির্মল চন্দ্র রায়, ধূপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য সহ প্রশাসনিক আধিকারিকরা।

[ আরও পড়ুন : Meghalaya: মেঘালয়েই লুকিয়ে সুইজারল্যান্ড! মেঘেদের মাঝে অ্যাডভেঞ্চার প্রেমীদের হিডেম ওয়ানিয়াংলেং দর্শন ]

বিধায়ক নির্মল চন্দ্র রায় বলেন,” এখনকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এখানে একটি পুলিশ ফাঁড়ির।অবশেষে এদিন পুলিশ ফাঁড়ির উদ্বোধন হল। ঝাড় আলতা গ্রাম পঞ্চায়েত সহ আশেপাশের সাধারণ মানুষ অনেকটাই সুবিধা হল পুলিশ ফাঁড়ি হওয়াতে।”