ad
ad

Breaking News

Meghalaya

Meghalaya: মেঘালয়েই লুকিয়ে সুইজারল্যান্ড! মেঘেদের মাঝে অ্যাডভেঞ্চার প্রেমীদের হিডেন ওয়ানিয়াংলেং দর্শন

শিলং থেকে প্রায় ১ ঘন্টার দূরত্বে পৌঁছে যেতে পারবেন এই লুকিয়ে থাকা প্যারাডাইস’টিতে

Switzerland hidden in Meghalaya! Adventure lovers visit Hidden Wanyangleng in the clouds

ছবি - সংগৃহীত

Bangla Jago Desk : শহরের কোলাহল থেকে বহু দূরে প্রকৃতির কোলে মাথা রেখে হারিয়ে যেতে চান? এক ঘেয়েমি জীবন থেকেই মাঝে মধ্যেই মনে হয়ে থাকে নিশ্চয়ই, “একটু না বেড়াতে গেলে ঠিক মন বসছে না কাজে!” তাই যারা পাহাড় লভার তাঁরা মন ভালো করতে ছুটে চলে যান পাহাড়ে। দার্জিলিং’এর সুন্দরী ‘চা’ বাগান এবং কাঞ্চনজঙ্গা দর্শনের পরই ফিরে আসেন আবারও প্রত্যেকদিনের সেই নিজস্ব জীবনের ছন্দে। তবে যারা ‘মেঘালয়া’ ভ্রমণে উৎসাহী কিংবা যাদের ইতিমধ্যেই প্ল্যান রয়েছে সাথে যদি ট্রেকিং এর নেশা থেকে থাকে কিংবা প্রাকৃতিক শোভাতে গা ভাসিয়ে দিতে চাইলে আজই ঘুরে আসুন মেঘালয়ার এই লুকিয়ে থাকা টুরিস্ট স্পট ওয়ানিয়াংলেং (wahniangleng) থেকে! যেখানে রয়েছে দুটি নদীর সংযোগ স্থল। মাঝে সবুজ উপত্যকার ওপর দিয়ে বয়ে চলেছে সারি সারি মেঘ। নির্জনতায় শরীর ছুঁয়ে যখন তাঁরা বয়ে চলে, শহরের দিকে আর ঘুরে তাকাতেও ইচ্ছে করেনা একবারে। চারিদিকে পাইন গাছ, মাঝে বয়ে চলা নদী, দূরে কোথায় ঘাস খাচ্ছে স্থানীয়দের বেঁধে রাখা গবাদি পশু, এক কথায় সবটা যেন স্বপ্নের মতো। স্থানীদের অনেকেই আছেন যারা এখানে এসে পিকনিক করে থাকেন প্রায়শই।

[ আরও পড়ুন – Tezu: প্রাচীন ঐতিহ্য ও আদিম প্রকৃতি,হিমালয়ের সৌন্দর্যে আচ্ছন্ন তেজু ]

শিলং থেকে প্রায় ১ ঘন্টার দূরত্বে পৌঁছে যেতে পারবেন এই লুকিয়ে থাকা প্যারাডাইস’টিতে। এলিফ্যান্ট ফলস  এর পথ অনুসরণ করার পর সহরা (চেরাপুঞ্জি) যাওয়ার পথ ধরে এগিয়ে যান। এরপর যখন মোজরঙ (Mojrong) পৌঁছাবেন, সেখান থেকে ডানদিকে মোড় নিন এবং আপনার বাম দিকে একটি কবরস্থান না পৌঁছানো পর্যন্ত রাস্তাটি অনুসরণ করুন। ওখানে পৌঁছানোর পর একটি নির্দিষ্ট স্থানে আপনাকে আপনার গাড়ি কিংবা বাইক পার্কিং করে প্রায় ৪০ মিনিট ট্রেকিং করার পর আপনি পৌঁছে যেতে পারবেন এই লুকিয়ে থাকা উপত্যকায়। বর্ষাকালে প্রাকৃতিক শোভা বেশি হলেও কাদা-মাটি বিশিষ্ট এলাকা হওয়ায় ট্রেকিং করে ওঠা সম্ভব হয় না।

[ আরও পড়ুন – Udaipur Tourism: মন মুগ্ধ করা পিচোলা ঝিল! যার মুগ্ধতায় লুকিয়ে উদয়পুরের আসল সৌন্দর্য ]

তবে স্থানীয়দের মতে অক্টোবর থেকে এপ্রিল মাস এখানে বেড়ানোর জন্য সবচেয়ে ভালো সময়। এবং দিনের আলোতেই এখানে দেখতে পাবেন পাকৃতিক শোভার সবচেয়ে সুন্দর চিত্র! অনেকেই আছেন যারা ‘মেঘালয়া’ বেড়াতে যেতে পছন্দ করেন, তাঁরা চাইলেই ঘুরে আসতে পারেন এই ছোট্ট এবং সুন্দর উপত্যকাটি থেকে। তাছাড়াও যারা বন্ধুদের সঙ্গে ট্রেকিং কিংবা পাহাড়ে বেড়াতে গিয়ে থাকেন, রেন ফরেস্টের অন্তরালে থাকা এই সুন্দর জায়গাটি আপনাকে মানে বোঝাবে জীবনেরও! তাই আর দেড়ি কিসের অ্যাডভেঞ্চার প্রেমীরা অবশ্যই এই স্থানটিকে অ্যাড করুন নিজেদের বাকেট লিস্টে।