ad
ad

Breaking News

Maniktala TMC Candidate

Maniktala TMC Candidate: মানিকতলা বিধানসভার উপনির্বাচনের প্রার্থী কে? তৃণমূলের বড় সিদ্ধান্ত

এই কেন্দ্রের তৃণমূলের আহ্বায়ক হিসেবে কাজ করবেন কুনাল ঘোষ

Who is the candidate for Maniktala Assembly by-election? Trinamool's big decision

ছবি - সংগৃহীত

Bangla Jago Desk : মানিকতলা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কে হবেন? প্রার্থী বাছাই নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বৈঠক করলেন দলীয় নেতৃত্বের সঙ্গে। এই বৈঠকে উত্তর কলকাতার তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে আমন্ত্রণ করেছিলেন প্রায় এত সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডেকেও। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাঁকে প্রার্থী হওয়ার আহ্বান জানানো হয় বলে সূত্রের খবর। জানা গিয়েছে মানিকতলা বিধানসভার উপ নির্বাচনে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন প্রয়াত সাধন পান্ডের স্ত্রী।

[ আরও পড়ুন – DA: এপ্রিল থেকেই ৪ শতাংশ ডিএ দেবে রাজ্য, সরকারি কর্মচারীদের জন্য সুখবর ]

এই দিনের বৈঠকে উত্তর কলকাতার অন্যতম নেতৃত্ব কুনাল ঘোষ, অতীন ঘোষ, স্বপন সমাদ্দার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আলোচনায় উঠে এসেছিল বলে জানা গিয়েছে। তবে সিলমোহর পড়লপড়ল সুপ্তি পান্ডের নামে। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অফিশিয়ালি নাম ঘোষণা করা হয়নি। মানিকতলা আসনটি দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। সাধন পান্ডের মৃত্যুর পর থেকে নির্বাচন হয়নি। ৬ মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে আগেই। আদালতে মামলা চলার কারণে নির্বাচনে বাধা হয়ে ওঠে।

[ আরও পড়ুন – জামাই আদরে তোড়জোড় , ভিড় ফল মিষ্টির দোকানে ]

পরবর্তীতে আদালতের নির্দেশে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মানিকতলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর চিফ ইলেকশন এজেন্ট অনিন্দ্য রাউত। এই কেন্দ্রের তৃণমূলের আহ্বায়ক হিসেবে কাজ করবেন কুনাল ঘোষ। দু’বছরের বেশি সময় ধরে মানিক তলায় কোন বিধায়ক নেই। ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি সাধন পান্ডে প্রয়াত হন। আগামী ১০ জুলাই এই বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হবে।