ad
ad

Breaking News

DA

DA: এপ্রিল থেকেই ৪ শতাংশ ডিএ দেবে রাজ্য, সরকারি কর্মচারীদের জন্য সুখবর

মে থেকে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির কথা ছিল।তার জায়গায় এপ্রিল থেকেই মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

4 percent DA will be given from April, good news for state government employees

Bangla Jago Desk: মে থেকে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির কথা ছিল।তার জায়গায় এপ্রিল থেকেই মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।মঙ্গলবার নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়।বলা যায়, নতুন সিদ্ধান্ত অনুসারে অতিরিক্ত ৪শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকরি কর্মচারীরা।জামাইষষ্ঠীর আগে বাংলার সরকারের এই ঘোষণায় সবমহলই খুশি।

[ আরও পড়ুন: Parliament Session: ২৪ জুন থেকে বিশেষ ৮ দিনের অধিবেশনে স্পিকার নির্বাচন হতে পারে সংসদে]

বাম আমলের থেকে ২.৫৭ গুণ বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার।৪০দিনের বেশি ছুটি দেওয়া হয়।আর ওয়ার্ক কালচার বজায় রাখতে কর্মচারী কল্যাণের এই নব সিদ্ধান্ত কার্যতঃ রাজ্য প্রশাসনের সংবেদনশীলতাকে স্পষ্ট করল বলে কর্মচারী সংগঠনের নেতারা মনে করছেন।গত বছরের ডিসেম্বরে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সেই ঘোষণাকে চন্দ্রিমা ভট্টাচার্য আনুষ্ঠানিক ভাবে বাজেটে জায়গা দিয়েছিলেন। জানিয়েছিলেন, মে থেকে আরও চার শতাংশ হারে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হবে। এপ্রিল থেকে আরও এক দফা ডিএ বৃদ্ধি হলে রাজ্য সরকারি কর্মীরা মোট মহার্ঘ ভাতা পাবেন ১৪ শতাংশ।রাজ্যের সরকারি কর্মচারীদের কল্যাণে প্রশাসন বরাবরই সদর্থক ভূমিকা নিয়েছে।যাতে সরকারি কর্মচারীদের পরিবারের মুখে হাসি ফোটানো যায় সেজন্য মুখ্যমন্ত্রী ইতিবাচক ভূমিকা নেন।

এমনকি বাংলার  ১লক্ষ ১৬হাজার কোটি টাকা বকেয়া থাকলেও রাজ্য সীমিত সামর্থ্যের মধ্যে কয়েক হাজার রাজ্য সরকারি কর্মীদের মুখে হাসি ফোটাবার চেষ্টা করেছে।মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও রাজ্যের আর্থিক সংস্থানের মধ্যে থেকে এই মহার্ঘ বাড়ানোর আশ্বাস দিয়েছিলেন।সেইমতো এপ্রিল থেকেই এই অতিরিক্ত মহার্ঘ ভাতা হাতে পাবেন সরকারি কর্মচারীরা।এতে তাঁরা ভীষণ খুশি।কারণ কেন্দ্র বকেয়া না দেওয়ায় এই রাজ্যের আর্থিক সমস্যা বেড়েছে।তবুও যতটা সম্ভব সরকারি কর্মচারীদের পরিবারকে সুরক্ষা বলয়ে রাখার প্রয়াস জারি আছে বলা যায়।সরকারি কর্মচারীদের সংগঠনগুলি সরকারের এই হিতকর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।বিরোধীরা যতই সরকারের সমালোচনা করুক তবুও বাংলার সরকার আন্তরিকতার সঙ্গে কর্মচারী কল্যাণের সিদ্ধান্ত কার্যকর করায় কয়েক লক্ষ কর্মচারীর পরিবার উপকৃত হবে বলা যায়।