ad
ad

Breaking News

Parliament Session

Parliament Session: ২৪ জুন থেকে বিশেষ ৮ দিনের অধিবেশনে স্পিকার নির্বাচন হতে পারে সংসদে

তৃতীয় মোদি-সরকারের মন্ত্রীরা শপথে নিয়েছেন গত রবিবার। এখনও স্পিকার নির্বাচন হয়নি।

The Speaker may be elected in a special 8-day session from June 24

সংগৃহীত

Bangla Jago Desk: তৃতীয় মোদি-সরকারের মন্ত্রীরা শপথে নিয়েছেন গত রবিবার। এখনও স্পিকার নির্বাচন হয়নি। সেই সঙ্গে নতুন সাংসদদের শপথগ্রহণও হয়নি এখনও। জানা যাচ্ছে, লোকসভার স্পিকার নির্বাচন হতে পারে আগামী ২৬ জুন। তাঁর আগে ২৪ ও ২৫ জুন প্রোটেম স্পিকারের কাছে শপথ নিতে পারেন সাংসদরা। লোকসভার নয়া অধ্যক্ষ কে হবেন, তা এখনও চূড়ান্ত না হলেও জানা যাচ্ছে ঠিক হতে পারে ২০ জুন।

[ আরও পড়ুন: ভয়ংকর ঘটনা! টাকা চুরির অপরাধে ছেলে’কে খুন করলেন মা!]

নিয়ম অনুযায়ী নতুন লোকসভার প্রথম সভার আগে অধ্যক্ষের পদটি ফাঁকা থাকে। তখন লোকসভার সবথেকে সিনিয়র সদস্যকে প্রোটেম স্পিকার হিসেবে কাজ চালাতে হয়। তিনিই লোকসভার প্রথম বৈঠকের সভাপতিত্ব করেন এবং সাংসদদের শপথবাক্য পাঠ করান। এবার প্রোটেম স্পিকার হওয়ার ক্ষেত্রে এগিয়ে আছেন আটবারের সাংসদ তথা কেরল প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী-সভাপতি কে সুরেশ।এখন সবচেয়ে বড় প্রশ্ন, কে হবেন ১৮তম লোকসভার অধ্যক্ষ। বিজেপি চাইছে আগের বারের অধ্যক্ষ ওম বিড়লাকে ফের সেই চেয়ারে বসাতে। তবে চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমার দু’জনেই চাইছেন তাদের হাতে থাকুক অধ্যক্ষ পদটি। ওম বিড়লার নাম যেমন শোনা যাচ্ছে, তেমনই শোনা যাচ্ছে লোকসভার নয়া অধ্যক্ষ হওয়ার বিষয়ে এগিয়ে আছেন দগ্গুবতী পুরন্দেশ্বরী। তিনি তেলেগু দেশম পার্টির প্রতিষ্ঠাতা এনটি রামা রাও-এর মেয়ে। এখন তিনি অন্ধ্রপ্রদেশ বিজেপির রাজ্য সভাপতি পদে আছেন। এর আগে তিনি মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক এবং বাণিজ্য ও শিল্প মন্ত্রকের দায়িত্বও সামলেছেন।

সম্ভাব্য রাজনৈতিক জটিলতার কথা মাথায় রেখে লোকসভার স্পিকার পদ হাতছাড়া করতে নারাজ বিজেপি৷ তাই লোকসভার স্পিকার পদে বিজেপির শীর্ষ স্তরের নেতাদের পছন্দ দলের সাংসদ, অন্ধ্রপ্রদেশ বিজেপির সভানেত্রী দগ্গুবতী পুরন্দেশ্বরীকে৷ বিজেপির একটি সূত্রের দাবি, লড়াকু নেত্রী পুরন্দেশ্বরীর হাতে লোকসভার স্পিকার পদ থাকলে অনেক সুবিধা পেতে পারে বিজেপি।