চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk : সিরিজ লভার দের জন্য পর পর সু-খবর! পঞ্চায়েতের চূড়ান্ত সাফল্যের পর এবার রিলিজ করল বহুল প্রতীক্ষিত সিরিজ জিতু ভাইয়ার ‘কোটা ফ্যাক্টরি সিজন-৩’ এর ট্রেলার। যা প্রকাশ্যে আসতেই সিরিজ লভারদের মধ্যে আলাদাই ক্রেজ লক্ষ্য করা গেল এদিন। মূলত JEE এবং NEET এর প্রেক্ষ্যাপট নিয়েই এই সিরিজ।
[ আরও পড়ুন : পুরুষের বীর্যেও প্লাস্টিকের বিষ, কী বিপদ ঘনিয়ে আসছে ]
মঙ্গলবার? নাকি ‘সিরিজ লভারস ডে’ বলা মুশকিল! কারণ কালকি, পঞ্চায়াত ছাড়াও মঙ্গলবার আরও একটি সিড়িজের ট্রেলার নিয়ে চলে এলেন ‘হাফ সিএ’ এর পরিচালক প্রতিশ মেহতা। দুটি সিজনের চূড়ান্ত সাফল্যের পর মঙ্গলবার পরিচালকের ইনস্টাগ্রাম ছাড়াও নেটফ্লিক্স এর অফিসিয়াল ইউটিউব শাখা থেকেও দর্শকদের জন্য তাঁদের অন্যতম কাছের সিরিজ ‘কোটা ফ্যাক্টারি সিজন-৩’ এর ট্রেলার শেয়ার করা হয়েছে এদিন। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জিতেন্দ্র কুমারের সঙ্গে ময়ূর মোর, আহসাস চন্না, রঞ্জন রাজ, রেবতী পিল্লাই এবং আলম খান সহ আরও অনেককেই।
[ আরও পড়ুন : আইসবক্সে খাবার ঠান্ডা ও সংরক্ষণ করতে বরফের ব্যবহার ছাড়া আর কী কী ভাবে ব্যবহার করতে পারেন ? জানুন ]
ট্রেলারটিতে কোটা ফ্যাক্টরিতে সচিব জি-কে দেখা যাবে আবারও এক ভিন্ন অবতারে। যেখানে গল্পে JEE আর NEET-এর পরীক্ষার্থীদের জীবনের প্রেক্ষাপটে তৈরি হয়েছে কোটা ফ্যাক্টরি সিজনটি। যেখানে তাঁদের জীবনের প্রতিটি মুহূর্ত নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। যেখানে ভিডিওটি শেয়ার করে নেটফ্লিক্স ক্যাপশনে লিখেছে, “আবারও ফিরে এসেছে জিতু ভাইয়া এবং ছাত্ররা তাঁদের জিবনের বড় পরীক্ষা নিয়ে!” এবং এও জানানো হয়েছে সিরিজটি চলতি মাসের ২০ তারিখ রিলিজ করবে নেটফ্লিক্সে। তবে পঞ্চায়েতের পর এবার কোটা ফ্যাক্টরিতে জিতেন্দ্র’র অভিনয় কি দর্শকদের মন জিততে পারবে? সেটাই দেখার।