ad
ad

Breaking News

T20 World Cup

T20 World Cup : পাকিস্তানের সিনিয়র প্লেয়ারদের এক হাত নিলেন কার্স্টেন! কি বললেন প্রাক্তন ভারতীয় কোচ?  

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও জয়ের খাতা খুলতে পারেনি পাকিস্তান

Kirsten took a hand from Pakistan's senior players

Bangla Jago Desk : টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও জয়ের খাতা খুলতে পারেনি পাকিস্তান। দলের এই পারফরম্যান্সে একদমই খুশি নন কোচ গ্যারি কার্স্টেন। তিনি খুশি হতে পারছেন না দলের যারা সিনিয়র ক্রিকেটাররা রয়েছে তাঁদের নিয়েও। এদিন মাত্র ১১৯ রান করেও তাঁরা মাত্র ৬ রানে হেরে যান বাবররা। তাতেই এবার খেলতে না পাড়লে জায়গা ছেড়ে দেওয়ার নির্দেশ দিলেন দলের সিনিয়র ক্রিকেটারদের।

[ আরও পড়ুন : পুরুষের বীর্যেও প্লাস্টিকের বিষ, কী বিপদ ঘনিয়ে আসছে ]

৯তারিখ বিশ্বকাপে বহুলপ্রতীক্ষিত ম্যাচ ভারত বনাম পাকিস্তানের ম্যাচ হারের পর মহেন্দ্র সিংহ ধোনিদের প্রাক্তন কোচ, বলেন, “প্রতি বছর ক্রিকেট খেলাটা পাল্টে যাচ্ছে। তাই কেউ যদি সেটার সঙ্গে মানিয়ে নিতে না পারে তা হলে জায়গা ছেড়ে দেওয়া উচিত।” তিনি এদিন আরও বলেন, “কার্স্টেনের সংযোজন, “দলের সকলে আন্তর্জাতিক মানের ক্রিকেটার। তারা বুঝতে পারে কখন নিজেদের সেরাটা দিতে পারছে না। সেটা তাদের উপর একটা চাপ তৈরি করে। আমি বুঝতে পারছি সেটা। কিন্তু এই দলের অনেকেই বহু দিন ধরেই টি-টোয়েন্টি ক্রিকেট খেলছে। এ বার তাদের দায়িত্ব নেওয়ার সময় এসেছে।”

[ আরও পড়ুন :

আইসবক্সে খাবার ঠান্ডা ও সংরক্ষণ করতে বরফের ব্যবহার ছাড়া আর কী কী ভাবে ব্যবহার করতে পারেন ? জানুন ]

যদিও কার্স্টেন এদিন কারও নাম নিয়েই এই ইঙ্গিত দিয়েছিলেন। ২০১১ সালে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলা দলের সাত জন এখনও দলের হয়ে খেলছেন। যে লিস্টে রয়েছেন বাবর এবং রিজওয়ানের মতো দুর্দান্ত প্লেয়াররা। ভারতের বিরুধে রান করলেও নাম থাকছে তাঁদের স্ট্রাইক রেট নিয়ে।  তাছাড়াও এর আগে বিশ্বকাপে খেলেছিলেন ফখর জমান, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি এবং হ্যারিস রউফও। তারপর কার্স্টেন আরও বলেন, “আমি খুব বেশি দিন সময় পাইনি। এই দলের অনেকের খেলাই আমি টিভিতে দেখেছি। ওরা সকলে খুব ভাল ক্রিকেটার। দেশের হয়ে খেলছে ওরা। সেটাই মানসিক ভাবে জোর এনে দেয়। অনেকেই হারের পর হতাশ।”