ad
ad

Breaking News

T20 World Cup

T20 World Cup : কানাডার বিপক্ষে পাকিস্তানের আজ মরণ বাচন লড়াই

এই ম্যাচ হেরে গেলেও আরেকটি সুযোগ থাকবে তাদের। তবে তখন সুযোগ কাজে লাগাতে হলে ভারতকে হারানোর মতো কঠিন এক কাজ করতে হবে আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিকে

Today, Pakistan is fighting to the death against Canada

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk :  নিউইয়র্কের আজকের ম্যাচটি পাকিস্তানের জন্য আরেকটি রুটিন ম্যাচই হওয়ার কথা ছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হারের পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছেও হেরে গিয়ে ম্যাচটিকে ‘বাঁচা মরার ম্যাচ’ বানিয়ে ফেলেছে পাকিস্তান। আজ জয় না পেলে বিশ্বকাপ থেকে ছুটি নিতে হবে বাবর আজমদের।

[ আরও পড়ুন : গরমের ছুটি শেষে বিদ্যালয় পরিদর্শনে রাজগঞ্জের বিডিও ]

ম্যাচটা কানাডার জন্যও গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করলেও পরের ম্যাচে টেস্ট খেলুড়ে আয়ারল্যান্ডকে হারিয়ে সুপার এইটে ওঠার স্বপ্ন দেখছে কানাডিয়ানরাও। আজ পাকিস্তানকে হারিয়ে দিতে পারলে সেই স্বপ্নে রং লাগবে আরও। তবে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের ‘মাইনফিল্ডে’ পাকিস্তানের মতো আজকের ম্যাচটি ‘নকআউট’ নয় কানাডার জন্য।

[ আরও পড়ুন : হাইটেক যুগে সনাতনী প্রথায় জামাইষষ্ঠীর আয়োজন তুঙ্গে, বাজারে কদর বাড়ছে ফিউশন মিষ্টির ]

এই ম্যাচ হেরে গেলেও আরেকটি সুযোগ থাকবে তাদের। তবে তখন সুযোগ কাজে লাগাতে হলে ভারতকে হারানোর মতো কঠিন এক কাজ করতে হবে আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিকে। অন্যদিকে পাকিস্তান আজ কানাডাকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেলেই শুধু সুপার এইটে ওঠার ক্ষীণ স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে পারবে। এরপর নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকেও হারাতে হবে তাদের। শেষ দুই ম্যাচে জয় পেলেও অবশ্য অনেক যদি-কিন্তু ওপর নির্ভর করতে হবে পাকিস্তানকে। যুক্তরাষ্ট্র ও ভারত, দুই দলই নিজেদের শেষ দুই ম্যাচের একটিতে জয় পেলেই কোনো জটিল হিসাব-নিকাশ ছাড়াই বাদ পড়ে যাবে ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়নরা।