ad
ad

Breaking News

Sunita Williams Space Mission Update

Sunita Williams Space Mission Update: ফের মহাকাশে পাড়ি ভারতীয় বংশোদ্ভুত সুনিতার, একবার দুবার নয় তৃতীয়বারের অভিযান

অবশেষে বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ৫২ মিনিটে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস স্টেশন থেকে ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের অ্যাটলাস–ফাইভ রকেটের মাধ্যমে অভিযানের যাত্রা শুরু হয়েছে

Sunita of Indian origin went into space again, not once but for the third time

ছবি : সংগৃহীত

Bangla Jago Desk : তৃতীয় বারের জন্য মহাকাশে পাড়ি দিলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams)। নানা বাধা বিপত্তি কাটিয়ে যাত্রা করলেন তিনি। প্রযুক্তিগত ত্রুটির জেরে শেষ মুহূর্তে পিছিয়ে গিয়েছিল অভিযান। অবশেষে বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ৫২ মিনিটে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস স্টেশন থেকে ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের অ্যাটলাস–ফাইভ রকেটের মাধ্যমে অভিযানের যাত্রা শুরু হয়েছে। এবারও মহাকাশ অভিযানে সুনীতা সঙ্গে রেখেছেন গীতা এবং একটি গণেশ মূর্তি। তাঁর কাছে গণেশ ‘লাকি চার্ম”।

[ আরও পড়ুন – World Environment Day : আজ বিশ্ব পরিবেশ দিবস, এই দিনটিতেই কেন বিশ্ব পরিবেশ দিবস?  ]

সহকর্মী বুচ উইলমোর–এর সঙ্গে এই অভিযানে গেলেন উইলিয়ামস (Sunita Williams)। আগামী এক সপ্তাহ আন্তর্জাতিক স্পেস স্টেশনেই থাকবেন সুনীতা। অ্যাটলাস ৫ রকেটে চেপে মহাকাশে রওনা দিয়েছেন তাঁরা, সেটির নকশা তৈরিতেও সুনীতার ভূমিকা রয়েছে।এই অ্যাটলাস ৫ রকেটি তৈরি করতে ও সুনিতার ভূমিকা রয়েছে। ঐদিন উৎক্ষেপণ সফলভাবে হলেও গন্তব্যের পৌঁছানোর পথে রকেটে হিলিয়াম লিক হয়। যদিও তাতে কোন সমস্যা হয়নি।

[ আরও পড়ুন – একই সরলরেখায় ৬ গ্রহ! কবে ঘটবে এই মহাজাগতিক মিলন? খালি চোখে কি দেখা যাবে? ]

প্রসঙ্গত এই নিয়ে তৃতীয়বার মহাকাশে পাড়ি দিলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস। প্রযুক্তিগত ত্রুটির কারণে শেষ মুহূর্তে অভিযান পিছিয়ে গেলেও গতকাল অবশেষে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল বেস্ট ফোর্স স্টেশন থেকে পৃথিবী ছেড়ে রওনা দেয় সিএসটি ২০০ বোয়িং স্টার লাইনার স্পেস ক্যাপসুল।

[ আরও পড়ুন – Astronaut: মহাকাশে পারি আরও এক নভশ্চরের , ভারতের নাম উজ্জ্বল করতে চলেছে এই মহাকাশচারী ]

জানা যাচ্ছে, এর আগে দুবার এই অভিযান পিছিয়ে গিয়েছে। গত ৭ মেয়ে সকালে এই মহাকাশ উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের নব্বই মিনিট আগে অভিযান পিছিয়ে দেওয়া হয় ২৪ ঘন্টার জন্য। পরে আরেকটি নতুন নির্ধারিত সময়ে রকেটে উৎক্ষেপণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সেটিও সম্ভব হয়নি। উল্লেখ অ্যাটলাস ফাইভ রকেটে করে সিএসটি ২০০ বোয়িং স্টার লাইনার স্পেস ক্যাপসুল টি আন্তর্জাতিক মহাকাশের স্টেশনে পৌঁছে যাবে।