ad
ad

Breaking News

NASA

NASA: ঘন্টায় ৩৩৬৪৪ কিমি বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে ১৮০ ফুটের বিশাল গ্রহাণু, সতর্কবার্তা নাসার

Asteroid 2024 MG 1 হল একটি গ্রহাণু। যা ২১ জুলাই পৃথিবীর খুব কাছাকাছি অর্থাৎ প্রায় ২,৬৪০,০০০ কিলোমিটারে আসবে। গ্রহাণুটি ১৮০ ফুটের।

180-foot-tall asteroid hurtling toward Earth at 33,644 km/h, NASA warns

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk : মহাকাশ নিয়ে মানুষের আগ্রহের অন্ত নেই। আর তা যদি হয় NASA সম্পর্কিত তাহলে তো কোনো কথাই হবে না। বর্তমানে বিজ্ঞান এতটাই উন্নত হয়েছে যে, বিজ্ঞানীরা বিভিন্ন অবিশ্বাস্য ঘটনাকে বাস্তবায়িত করছে একেবারে তুরি মেরে। সম্প্রতি প্রকাশ্যে এলো এক চাঞ্চল্যকর তথ্য। নাসার সূত্র খবর, গতকাল ছিল পৃথিবীর জন্য খুবই ব্যস্ততম দিন। কারণ একাধিক গ্রহণ ও একেবারে কাছাকাছি চলে এসেছিল। তাদের মধ্যে তিনটি গ্রহাণু একেবারে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি পৌঁছে গিয়েছিল। প্রথম গ্রহাণুটি ছিল ৯৬ ফুট, দ্বিতীয়টি ছিল ৪৭ ফুট এবং সবশেষে তৃতীয়টি ছিল সবচেয়ে বড় অর্থাৎ ২২০ ফুট। এই তিনটি গ্রহাণু পৃথিবীর কাছাকাছি পৌঁছে তাকে অতিক্রম করছিল। যে গ্রহাণুটি সবচেয়ে নিকটে এসেছিল তার থেকে পৃথিবীর দূরত্ব ছিল ৭৭৯,০০০। তবে এখনো পর্যন্ত গ্রহাণুগুলি ধেয়ে আসা সম্পন্ন হয়নি। কারণ আরেকটি গ্রহাণু এখনও প্রবল গতিতে ধেয়ে আসছে। তবে এটি খুব বিপদজনক বলে মনে করছেন বিজ্ঞানীরা।

[ আরও পড়ুন : মুদিখানার আড়ালে রমরমিয়ে চলছে মদ বিক্রি! পুলিশের জালে আটক ১

Asteroid 2024 MG 1 হল একটি গ্রহাণু। যা ২১ জুলাই পৃথিবীর খুব কাছাকাছি অর্থাৎ প্রায় ২,৬৪০,০০০ কিলোমিটারে আসবে। গ্রহাণুটি ১৮০ ফুটের। এই গ্রহাণুটিকে ইতিমধ্যেই নেয়ার আর্থ অবজেক্ট (NEO) হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে, যা অ্যাপেলো গ্রুপ অফ অ্যাস্ট্রোয়েড এর অন্তর্গত। এবং এটি একটি স্মল বডি ডাটাবেস লুক আপ। এই গ্রহানুটি ১৯৫৩ সালে প্রথম যেদিন পৃথিবীর খুব কাছাকাছি এসেছিল সেদিন এটি আবিষ্কৃত হয়েছিল। গ্রহাণুটির গতিবেগ হবে ৩৩৬৪৪.৯৪ কিমি প্রতি ঘন্টা।

[ আরও পড়ুন : Sohini Sarkar-Shovan Ganguly wedding: দাম্পত্য জীবনের শুরুতেই শোভনের প্রতি কী বার্তা দিলেন সোহিনী?

তাহলে একবার ভাবুন তো, এই বিশাল আকৃতির একটি জ্বলন্ত উল্কা পিণ্ড এত গতিবেগের সাথে পৃথিবীর দিকে এলে পৃথিবীতে ঠিক কিরূপ পরিস্থিতির সৃষ্টি হবে? প্রথমত এটি প্রায় এক মাইল চওড়া বিশিষ্ট বিশাল আকার গর্তের সৃষ্টি করবে যার গভীরতা হাজার ফুট। আর যদি এই গ্রহাণুটি কোন জনবহুল শহরে অবতরণ করে তাহলে এক নিমেষে প্রায় দুই হাজার লোককে নিবেশের মধ্যেই হত্যা করবে। পৃথিবীতে গ্রহাণুটির প্রভাব পড়বে প্রায় ৪ মেগাটন TNT এর সমান। এই গ্রহাণুটি বিস্ফোরণের ফলে যে শক্তি নির্গত হবে তা তঙ্গুষকা ইভেন্টের চেয়ে অনেক বেশি হবে যা কয়েক সেকেন্ডের মধ্যে লক্ষ লক্ষ গাছকে চ্যাপ্টা করার ক্ষমতা রাখে।