চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk : এই ধরিত্রীর বুকে মানুষ সহ সমস্ত জীব সমাজের জন্ম এবং মৃত্যু হয়। আর প্রকৃতি তার আচলে লালন পালন করে তার সন্তানদের। এই প্রকৃতি মা আমাদের যা দেয় তার এক অংশই হয়তো আমরা ফিরিয়ে দিতে পারি না। বড় তার বদলে আমরা প্রকৃতির ওপর শুরু করি অত্যাচার। তাই প্রতিবছর অন্তত এই একটা দিনে অর্থাৎ ৫ জুনে আমাদের উচিত প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে তোলার অঙ্গীকার নেওয়া। আর অবশ্যই গাছ লাগিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করা উচিত।
[ আরও পড়ুন : Arambagh: জয় লাভের পর কামারপুকুর মঠে পুজো দিলেন আরামবাগের তৃণমূল প্রার্থী ]
প্রতিবছর আন্তর্জাতিকভাবে পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস। এই একটা দিন ভারতসহ গোটা বিশ্বের নাগরিকদের উচিত পরিবেশকে সুন্দর করে সাজিয়ে তোলার অঙ্গীকার নেওয়া। শুধু তাই নয় আমাদের উচিত পরিবেশ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা।
বিশ্ব পরিবেশ দিবসের ইতিহাস
১৯৭২ সালে প্রথম পরিবেশ দিবস পালন করেছিল জাতিসংঘ। এই দিনটি স্মরণীয় করে তোলার জন্য ১৯৭৩ সাল থেকে প্রতিবছর ৫ই জুন পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস।
এবছর বিশ্ব পরিবেশ দিবসের থিম
২০২৪ সাল অর্থাৎ এ বছর বিশ্ব পরিবেশ দিবসের থিম হল মরুকরণ, ভূমি পুনরুদ্ধার এবং খরা প্রতিরোধ। প্রত্যেক বছর পৃথিবীর প্রায় 40 শতাংশ ভূমি রোজ একটু একটু করে যাচ্ছে যা সরাসরি প্রভাবিত করছে বিশ্বের জনসংখ্যাকে। ২০০০ সালের পর থেকে এই পৃথিবীতে খরা প্রবণ জমির এলাকা প্রায় ২৯ শতাংশ বেড়েছে। যা ২০৫০ সালের মধ্যে হয়তো আরো বৃদ্ধি পাবে। তাই এই খরা প্রবন এলাকা গুলিকে সবুজে ঢেকে তোলার মাধ্যমে পালন করা হবে এবছরের বিশ্ব পরিবেশ দিবস।
[ আরও পড়ুন : Raidighi: রায়দিঘিতে বিধ্বংসী আগুন, আতঙ্ক এলাকায় ]
এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ দিল্লিতে ভারতে ডেনমার্কের রাষ্ট্রদূত ফ্রেডি সোভেন দূতাবাসের কর্মীদের সঙ্গে একটি চারা গাছ রোপনের ভিডিও সামাজিক মাধ্যমে বেশ ঘোরাফেরা করছে।
#WATCH | New Delhi: Ambassador of Denmark to India, Freddy Svane plants a sapling on the occasion of World Environment Day. pic.twitter.com/YO30XsiLlZ
— ANI (@ANI) June 5, 2024