ad
ad

Breaking News

Expensive Ice Creams

বিশ্বের ৫টি সবচেয়ে দামি আইসক্রিম যা খেতে হলে খরচ হবে হাজার হাজার ডলার

সবচেয়ে দামি আইস ক্রিম যা কিনতে হাজার হাজার ডলার খরচ হয়, আপনি কি এই আইস ক্রিমগুলির স্বাদ চেখে দেখতে চান ?

০১
Try These Expensive Ice Creams In The World

আমেরিকার লুইসিয়ানা প্রদেশের নিউ অর্লিয়ান্সের আরনো রেস্তোরাঁয় মেলে স্ট্রবেরি আরনো আইসক্রিম। ফল ও ভ্যানিলা দিয়ে তৈরি এই আইসক্রিমের দাম ১.৪ মিলিয়ন মার্কিন ডলার। এতে এডিবল বা খাওয়ার যোগ্য সোনার পাতা ও ৪.৭ ক্যারাট গোলাপি হীরে থাকে। ক্রেতা হীরের রেপ্লিকা পান।

০২
Try These Expensive Ice Creams In The World

থ্রি টুইন আইসক্রিম সংস্থা তৈরি করেছে আরেক দামি আইসক্রিম 'দ্য আবসারডিটি সানডে'। এই আইসক্রিম খেতে হলে যেতে হবে আফ্রিকার তানজানিয়ায়। দাম পড়বে ৬০ হাজার মার্কিন ডলার। এই অর্থ পরিবেশ সংরক্ষণের কাজে ব্যয় করা হবে।

ad
০৩
Try These Expensive Ice Creams In The World

নিউইয়র্ক শহরের সেরেনডিপিটি ৩ রেস্তোরাঁ তৈরি করেছে ফ্রোজেন চকোলেট ওতে ডেজার্ট নামে দামি আইসক্রিম। দাম পড়বে ২৫ হাজার মার্কিন ডলার। বিরল কোকো পাউডার, হুইপড ক্রিম, দুধ ও ট্রুফল কেক দিয়ে তৈরি। এরমধ্যে থাকবে ২৩ ক্যারাট সোনাও। সোনার চামচ দিয়ে খেতে হবে। ১৮ ক্যারাট সোনার ব্রেসলেট উপহার দেওয়া হয়।

০৪
Try These Expensive Ice Creams In The World

মোবুসিন মেগা সানডে হল আরেক দামি আইসক্রিম যা তৈরি করে বাগাটেল রেস্তোরাঁ। ভ্যানিলা আইসক্রিম, চকোলেট ট্রুফল কেক, ফ্রেঞ্চ ম্যাকারুন, হুইপড ক্রিম, ডার্ক চকোলেট ব্রাউনি, বিশেষ শরবত, চকোলেট ভদকা সস ও সোনার পাতা দিয়ে তৈরি এই আইসক্রিম।

০৫
Try These Expensive Ice Creams In The World

দুবাইয়ের স্কুপি ক্যাফের ব্লয়াক ডায়মন্ড আরেক দামি আইসক্রিম। বিশেষ নকশাকাটা বাটিতে আইসক্রিম সার্ভ করা হয়। একটা স্কুপের দাম ৮১৭ মার্কিন ডলার।