২) ক্যামেরা শব্দের উৎস লাতিন শব্দ 'camera obscura', মানে ডার্ক চেম্বার। প্রথম ক্যামেরা ব্যবহার করা হয়েছিল ৪-৬ শতকে। সেটি ছিল পিন হোল ক্যামেরা।
৩) ১৮২৬ সালে ক্যামেরা অবস্কুরা দিয়ে প্রথম ছবি তুলেছিলেন ফরাসি বিজ্ঞানী জোসেফ নিসেফোর নিয়েপসে। এটিই বিশ্বের প্রথম তোলা ছবি।
৪) প্রথম ৩৫ এমএমএসএলআর ক্যামেরা হল Kine Exakta। আগে ছবি ডেভেলপ করতে যে রাসায়নিক ব্যবহার করা হত তা অত্যন্ত বিষাক্ত ছিল
৭) ১৯৩৫ সালে জাপানে প্রথম ক্যামেরা তৈরি হয়। ক্যামেরার বডি ক্যানন তৈরি করেছিল আর লেন্স তৈরি করে নেগে
৮) ৫টি যুদ্ধের ছবি তোলার অভিজ্ঞতা ছিল রবার্ট কাপার। ভারত-চিন যুদ্ধের ছবি তোলার সময় ল্যান্ড মাইন ফেটে মৃত্যু হয় তাঁর