ad
ad

Breaking News

Tourism

যে পথে যাওয়া মানা

চেনেন?

০১

১) বিশ্বের এমন অনেক জায়গা রয়েছে যেখানে যাওয়া মানা। যেমন, ফ্রান্সের লাসকো গুহা। গোটা বিশ্বের পুরাতাত্ত্বিকদের বছরের পর বছর ধরে এই গুহা আকর্ষণ করে আসছে। এই গুহায় রয়েছে ১৭ হাজারের বেশি বছর পুরোনো প্রাক ঐতিহাসিক গুহাচিত্র। নানান রকম প্রাণীর ছবি খোদাই করা রয়েছে গুহার দেওয়ালে। প্রাচীন শিল্পকর্মকে রক্ষা করার তাগিদে ১৯৬৩ সাল থেকে বন্ধ লাসকো গুহা।

০২

২) আন্দামানের নর্থ সেন্টিনেল দ্বীপে বসবাস আদিম জনজাতি সেন্টিনেলদের। ৫০ হাজার বছর ধরে এই দ্বীপে বসবাস সেন্টিনেলদের। এখানে কেউ যেতে পারে না।

ad
০৩

৩) আইসল্যান্ডের দক্ষিণ প্রান্তে রয়েছে ছোট্ট সার্টসে দ্বীপ। এটি বিশ্বের সাম্প্রতিক সময়ে তৈরি হওয়া দ্বীপ। ৪ বছর ধরে চলা অগ্নুৎ্পাতের কারণে সৃষ্টি হয়েছে এই দ্বীপ। এখানে কম সংখ্যক বিজ্ঞানী এবং জিওলজিস্ট ছাড়া আর কেউ যেতে পারে না।