ad
ad

Breaking News

dangerous

কোথায় কোথায় আছে বিপজ্জনক বিমান রুট

আজকাল প্রায়সময় বিমান যাত্রার সময় টার্বুলেন্স বা ঝাঁকুনি শুরু হয়। নানান প্রাকৃতিক ও ভৌগলিক কারণে হয় এয়ার টার্বুলেন্স

Where are the dangerous flight routes

সংগৃহীত

Bangla Jago Desk,Mou Basu: আজকাল প্রায়সময় বিমান যাত্রার সময় টার্বুলেন্স বা ঝাঁকুনি শুরু হয়। নানান প্রাকৃতিক ও ভৌগলিক কারণে হয় এয়ার টার্বুলেন্স। আচমকা আবহাওয়ার রদবদলের জন্য অনেক বিমান রুটেই বিপজ্জনক ভাবে এয়ার টার্বুলেন্সের মধ্যে পড়ে বিভিন্ন বিমান। তাতে জখম হচ্ছেন বিমানযাত্রীরা। যেমন, লাতিন আমেরিকার দেশ চিলির সান্তিয়াগো থেকে বলিভিয়ার সান্তা ক্রুজ পর্যন্ত বিমান রুট যায় আন্দিজ পর্বতমালার ওপর দিয়ে। পাহাড় ও বাতাসের তীব্র টানের জন্য এই বিমান রুটকে বিপজ্জনক বলে ধরা হয়।

কাজাখস্তানের আলমাটি থেকে কিরজিস্তানের বিশকেক পর্যন্ত এয়ার রুট ছোট্ট হলেও তা যায় তিয়ান শাহ পর্বতমালার ওপর দিয়ে। আবহাওয়ার পরিবর্তনের কারণে টার্বুলেন্স হয়।

চিনের লানঝু থেকে চেংডু পর্যন্ত বিমান রুট তিব্বতি মালভূমি ও সিচুয়ান বেসিনের ওপর দিয়ে। আবহাওয়ার পরিবর্তন, উচ্চতা ও এবড়োখেবড়ো মাটির কারণে টার্বুলেন্স সৃষ্টি হয়।

ইতালির মিলান থেকে সুইৎজারল্যান্ডের জেনেভা পর্যন্ত বিমান রুট আল্পস পাহাড়ের ওপর দিয়ে যায়। টার্বুলেন্স হয়।

জাপানের ওসাকা থেকে সেনডাই পর্যন্ত বিমান রুট জাপান আর হনশু পাহাড়ের ওপর দিয়ে যায় বলে এয়ার টার্বুলেন্স সৃষ্টি হয়।

চিনের লানঝু থেকে জিয়ানইয়াংয়ের ওপর বিমান রুট যায় লোয়েস মালভূমির ওপর দিয়ে। মধ্য চিনে আবহাওয়া ঘনঘন বদলে যায়। এবড়োখেবড়ো মাটির কারণে টার্বুলেন্স সৃষ্টি হয়।

ইতালির মিলান থেকে সুইৎজারল্যান্ডের জুরিখ পর্যন্ত বিমান রুট আল্পস পাহাড়ের ওপর দিয়ে যায়। পাহাড়ি এবড়োখেবড়ো জায়গা ও আবহাওয়ার পরিবর্তনের কারণে টার্বুলেন্স সৃষ্টি হয়।