ad
ad

Breaking News

La Bougie Sapeu

প্রতিদিন নয় প্রতি ৪ বছর অন্তর লিপ ইয়ারে বেরোয় দৈনিক সংবাদপত্র

চায়ের কাপে তুফান তুলে রোজ সকালে খবরের কাগজে না চোখ বোলালে বাঙালির দিনই ঠিকমতো শুরু হয় না

Daily newspapers come out every 4 years in leap year not daily

সংগৃহীত

Bangla Jago Desk, Mou Basu: বিশ্বের যে কোনো প্রান্তে ঘটে চলা যে কোনো ঘটনা, বিনোদন, খেলাধুলা, অনন্য নজির, বৈজ্ঞানিক গবেষণা ও আবিষ্কার, অর্থনৈতিক অবস্থা, বাণিজ্যিক লেনদেন- চলমান বিশ্বের যে কোনো খবর আজ সংবাদ মাধ্যমের দৌলতে মুহূর্তের মধ্যে আমাদের হাতের মুঠোয় এসে পৌঁছোয়। বৈদ্যুতিন, ডিজিটাল সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ার যুগেও খবরের কাগজের গরিমা ম্লান হয়নি মোটেও।

চায়ের কাপে তুফান তুলে রোজ সকালে খবরের কাগজে না চোখ বোলালে বাঙালির দিনই ঠিকমতো শুরু হয় না। কিন্তু এই বিশ্বেই আছে এমন এক সংবাদপত্র যা রোজ নয়, প্রকাশিত হয় প্রতি ৪ বছর অন্তর লিপ ইয়ারে। ফরাসি সংবাদপত্র লা বুগি সাপ্যর (La Bougie Sapeur) প্রকাশিত হয় ২৯ ফেব্রুয়ারি। ২৯ ফেব্রুয়ারি আসে প্রতি ৪ বছর অন্তর লিপ ইয়ারে। তাই বলার অপেক্ষা রাখে না লিপ ইয়ারে প্রতি ৪ বছর অন্তর প্রকাশিত হয় এই ফরাসি সংবাদপত্র। এটি একটি ব্যঙ্গধর্মী সচিত্র সংবাদপত্র। ১৯৮০ সালে প্রথম আত্মপ্রকাশ ঘটে এই কাগজের। তারপর কেটে গেছে ৪৪টি বছর। এখনো পর্যন্ত ১২টি ইস্যু বেরিয়েছে এই বিশেষ খবরের কাগজের। তবে সময়মতো প্রকাশিত হয়।

এবছরও ২৯ ফেব্রুয়ারি বেরিয়েছে কাগজটি। ১৯ শতকের বিখ্যাত ফরাসি কার্টুনিস্ট সাপ্যর ক্যামেম্বরের নামানুসারে এই বিশেষ সংবাদপত্রের নাম হয়। সাপ্যরের কার্টুনের ভঙ্গিতেই ব্যঙ্গাত্মক, শ্লেষাত্মক ও কৌতুকের ভঙ্গিতে বিভিন্ন সংবাদ পরিবেশন করা হয়ে থাকে ২০ পাতার এই ফরাসি সংবাদপত্রে। বিভিন্ন দেশের রাজনীতি, অর্থনৈতিক অবস্থা, আন্তর্জাতিক রাজনীতির দীর্ঘমেয়াদি বিশ্লেষণ প্রকাশিত হয় এই ফরাসি সংবাদপত্রে। তবে এই ফরাসি সংবাদপত্র শুধুমাত্র ফরাসি ভাষাতেই প্রকাশিত হয়। অন্য কোনো ভাষায় নয়।
এই ফরাসি সংবাদপত্রের জনপ্রিয়তা মোটেই কম নয়। ফ্রান্সের পাশাপাশি বেলজিয়াম, লুক্সেমবার্গ ও সুইৎজারল্যান্ডেও কাগজ মেলে। মাত্র ২০ পাতার কাগজের দাম ৪.৮০ ইউরো। ভারতীয় মুদ্রায় ৪৮২ টাকা।