গ্রাফিক্স চিত্র
Bangla Jago Desk : তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। সেই সঙ্গে শপথ নিয়েছেন তাঁর মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁদের দপ্তর বন্টন করেছেন। আর সেই দপ্তর বন্টনে গুরুত্ব পেয়েছেন পুরনো মুখরাই। অমিত শাহ থেকে নির্মলা সীতারামন, রাজনাথ সিং থেকে এস জয়শংকর – দ্বিতীয় মোদি মন্ত্রিসভা আর তৃতীয় মোদি মন্ত্রিসভায় তেমন অদল বদল ঘটেনি পুরনো মন্ত্রীদের দপ্তর।
[ আরও পড়ুন – Reasi Terror Attack: জম্মু এবং কাশ্মিরের J&K বাস হামলার সরকারি তদন্ত চাইল আহতদের পরিবার]
প্রধানমন্ত্রী ছাড়াও রবিবার শপথগ্রহন অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে শপথ পাঠ করেছেন ৩০ জন পূর্ণমন্ত্রী, পাঁচজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং ৩৬ জন প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদির মন্ত্রিসভায় রয়েছে পুরানো এবং নতুন মুখ। রাজনাথ সিং, অমিত শাহ, নিতিন গডকড়ী, জগৎপ্রকাশ নাড্ডা, শিবরাজ সিং চৌহান, নির্মলা সীতারামন, এস জয়শঙ্করের মতো পুরানো মুখ। আবার নতুন মুখ হিসাবে উঠে এসেছেন শরিক দলের একাধিক সাংসদ। তেলুগু দেশম পার্টি, জনতা দল ইউনাইটেড, শিবসেনা (শিন্ডে গোষ্ঠী), লোক জনশক্তি পার্টি (রামবিলাস), জনতা দল সেকুলার, রাষ্ট্রীয় লোক দল, হিন্দুস্তানি আওয়ামী মোর্চা (এইচএএম), রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া থেকে বেছে নেওয়া হয়েছে এই ১১ জন মন্ত্রীকে।
[ আরও পড়ুন – Weather: দিল্লি, বিহার ও বাংলায় তাপপ্রবাহের সর্তকতা, উপকূলীয় রাজ্যগুলিতে বৃষ্টির পূর্বাভাস, দেখে নেওয়া যাক কেমন থাকবে দেশের আবহাওয়া]
মোদির তৃতীয় মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ একাধিক দপ্তরের কোন বদল ঘটেনি। স্বরাষ্ট্র দফতরে এবারও মোদি ভরসা রেখেছেন অমিত শাহের উপর। নির্মলা সীতারামন অর্থ দপ্তরে এবার ও জায়গা করে নিয়েছেন। এবারের মন্ত্রিসভাতেও প্রতিরক্ষা দপ্তরের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন রাজনাথ সিং। বিদেশমন্ত্রীর দপ্তরে কোন পরিবর্তন ঘটাননি নরেন্দ্র মোদি। এবারও শপথ নিয়েছেন এস জয় শংকর। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চোহান গুরুত্বপূর্ণ দপ্তর পেয়েছেন। হরিয়ানার দুই মেয়াদের মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার মোদি মন্ত্রিসভার অন্যতম মুখ। গিরিরাজ সিংহ পেয়েছেন গুরুত্বপূর্ণ দপ্তর। গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েতে সামলাবেন তিনি।
[ আরও পড়ুন – IndiGo: 3,689 কোটি টাকার ব্লক চুক্তির পরে ইন্ডিগো শেয়ারে 4 শতাংশ পতন ]
রাজনাথ সিংহ: মোদির পরই রবিবার শপথ নেন রাজনাথ সিংহ। উত্তরপ্রদেশের লখনউ থেকে জয়ী সাংসদ। গতবারের মত এবারও প্রতিরক্ষা মন্ত্রণালয় রয়েছে তাঁর হাতে।
অমিত শাহ: রাজনাথের পর শপথ নেন মোদির ‘ডান হাত’ খ্যাত অমিত শাহ। তিনি গুজরাতের গান্ধীনগর থেকে জয়ী হন। এনডিএ সরকারের দ্বিতীয় দফার মত এবার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। সেই সঙ্গে ‘সহযোগিতা মন্ত্রণালয়’ এর দায়িত্ব পড়েছে তার কাঁধে।
নিতিন গডকড়ি: নিতিন গডকড়িরও মন্ত্রণালয় বদলায়নি। এবারও তিনি কেন্দ্রীয় সড়ক পরিবহন দপ্তরের দায়িত্ব পেয়েছেন।
নির্মলা সীতারমন: নির্মলা সীতারামন এবারও অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাবেন। করপোরেট-বিষয়ক দপ্তরও তাঁকে দেওয়া হয়েছে। তিনি রাজ্যসভার সংসদ সদস্য। লোকসভা ভোটে দাঁড়াননি নির্মলা সীতারমন।
[ আরও পড়ুন – Manipur: অশান্ত মণিপুর ছেড়ে পালাচ্ছেন নাগরিকরা! বাস্তুচ্যুত কয়েক হাজার ]
এস জয়শঙ্কর: ভারতের প্রাক্তন আমলা এস জয়শঙ্কর গতবারের সরকারের মত এবারও পররাষ্ট্র দপ্তরের দায়িত্ব পেয়েছেন। তিনি লোকসভা ভোটে লড়াই করেনি। রাজ্যসভার সদস্য তিনি।
পীযুষ গোয়েল: কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্প দফতরের দায়িত্ব পীযুষ গোয়েলের কাঁধে। মুম্বাই উত্তর লোকসভা আসন থেকে বিজেপির টিকিটে সংসদ সদস্য হয়েছেন তিনি।
ধর্মেন্দ্র প্রধান: ওড়িশার সম্বলপুর লোকসভা আসন থেকে বিজয়ী ধর্মেন্দ্র প্রধানকে শিক্ষামন্ত্রী করেছেন নরেন্দ্র মোদী। এবারের মন্ত্রীসভাতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি।
অশ্বিন বৈষ্ণব: অশ্বিনী বৈষ্ণব এবারও পেয়েছেন রেলমন্ত্রীর দায়িত্ব। তাঁকে তথ্য ও সম্প্রচার দপ্তরও দেওয়া হয়েছে। তথ্য প্রযুক্তি এবং বিদ্যুৎ সংযোগ দপ্তর পেয়েছেন তিনি।