ad
ad

Breaking News

Reasi Terror Attack

Reasi Terror Attack: জম্মু এবং কাশ্মিরের J&K বাস হামলার সরকারি তদন্ত চাইল আহতদের পরিবার

জম্মু ও কাশ্মীরের রিয়াসির শিব খোরি মন্দির থেকে কাটরায় ফিরে আসা তীর্থযাত্রীদের বহনকারী একটি বাসে সন্ত্রাসীরা গুলি চালালে নয়জন নিহত এবং আরও ৩৩ জন আহত হয়।

Reasi Terror Attack: Injured families demand government inquiry into J&K bus attack in Jammu and Kashmir

ছবিঃ সংগৃহীত

Bangla Jago Desk: রবিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট নাগাদ জম্মু ও কাশ্মীরের রিয়াসির শিব খোরি মন্দির থেকে কাটরায় ফিরে আসা তীর্থযাত্রীদের বহনকারী একটি বাসে সন্ত্রাসীরা গুলি চালালে নয়জন নিহত এবং আরও ৩৩ জন আহত হয়। সেই সময় দিল্লিতে তখন নতুন সরকারের শপথ অনুষ্ঠানের তোরজোড় চলছিল। সেই সময় জঙ্গিদের চালানো গুলিতে চালক নিয়ন্ত্রণ হারীয়ে ফেললে বাসটি রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়৷ এবার সেই ঘটনার নেপথ্যে যারা রয়েছে তাঁদের ওপর শাস্তির দাবী তুলেছেন আহতদের পরিবার।

এদিন রিয়াসি এলাকার সিনিয়র পুলিশ আধিকারিককে জিজ্ঞেস করা হলে তিনি জানিয়েছিলেন, প্রাথমিক তদন্তে মনে হয়েছে জঙ্গিরা বাসের যাত্রীদের ওপর গুলি চালাচ্ছিল। যার ফলে বাসটির নিয়ন্ত্রণ হারান চালক এবং বাসটি খাদে পড়ে যায়। হামলার পর থেকেই জঙ্গিদের ধরতে অভিযানে নেমেছে সেনা। তবে সন্ত্রাসী হামলায় আহতদের পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পেরে তাদের দেখতে জম্মুতে ছুটে আসেন। এবং এরপরই তাঁরা দাবী তুলতে থাকেন সরকারের কাছে, যারা এই সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত সেই সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

ঘটনাটির পর জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জম্মু ও রিয়াসি হাসপাতালে আহতদের দেখা করতে যান এবং নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করার জন্য একটি উচ্চ-পর্যায়ের বৈঠক করেন। এই বিষয়ে আহত যাত্রীদের একজন রাজেশ গুপ্তার ছেলে রাহুল গুপ্ত বলেছেন, তার বাবা-মা এবং অন্য ছয় আত্মীয় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF), নিষিদ্ধ লস্কর-ই-তৈবা সন্ত্রাসী সংগঠনের একটি শাখা, প্রাথমিকভাবে হামলার দায় স্বীকার  করলেও পরে তার বিবৃতি প্রত্যাহার করে নেয়। আপাতত সেই বিষয়েই তদন্ত চলছে বলে জানা গিয়েছে।