ছবিঃ সংগৃহীত
Bangla Jago Desk: কেউ কখনও নিজের নামের থেকে অপরের নামের পদবী মুছে ফেলছেন সোশ্যাল মিডিয়ায়, তো আবার দেওরকে ছেলের সঙ্গে খেলতে দেখে হৃদয়ের ইমোজি শেয়ার করছেন অভিনেত্রী। তাঁদের ডিভোর্সের এই কন্ট্রোভার্সিতে মোড়া খবরটি আদতে সত্যি নাকি সেই নিয়েও প্রশ্ন তুলছেন অনুরাগীরা! এই এত জল্পনার মাঝে আবারও নতুন করে জল্পনার শুরু। এদিন যখন অভিনেত্রী তাঁর এবং হার্দিকের বিয়ের ছবি নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দেন, সেই সময়ই তাঁদের বিবাহ বিচ্ছেদের খবরে তোলপাড় হয়ে ওঠে অন্তরজাল। তাছাড়াও তাঁদের বিচ্ছেদের খবরের পর, নাতাশার ছেলেকে নিয়ে আলাদা থাকার খবরটিও আগুনের লেলিহানের মতো ছড়িয়ে পড়ে অনুরাগীদের কাছে। তবে ফ্যানদের নজর থেকে আজ পর্যন্ত কোনও তারকা রেহাই পেয়েছেন কি?
আরও পড়ুনঃ
Meghalaya: মেঘালয়েই লুকিয়ে সুইজারল্যান্ড! মেঘেদের মাঝে অ্যাডভেঞ্চার প্রেমীদের হিডেন ওয়ানিয়াংলেং দর্শন |
এতদিন যখন গুঞ্জনে ভরে গিয়েছিল সকলের নিউজ ফিড সেই সকল খবর কে মিথ্যে প্রমাণে হার্দিক ও নাতাশা আছেন দিব্যিই। সূত্রের খবর যে দুজনের ডিভর্সের খবরটি আসলেই ছিল একটি মিথ্যে রটনা। যা তাঁদের জন সংযোগের তরফ থেকে ছড়ানো হয়ছিল। যা বোঝার পরই নেটিজেনরা কটাক্ষ করে নানান মন্তব্য করতে থাকেন, “এত নাটক! লজ্জা হয় আপনাদের দেখলে।”
কিছুদিন আগেই হঠাৎই এক ফ্যানের নজরে আসে, হার্দিক এবং নাতাশার বিয়ের ছবি ফিরে এসেছে তাদের ইনস্টাগ্রাম ফিডে। এর পরই ঘটনাটিকে কেন্দ্র করে আবারও নতুন গুঞ্জন শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়া জুড়ে। বিটাউনের গসিপের গলি গুলিতেও বিষয়টি নিয়েও গুঞ্জনের শেষ নেই। একের পর এক কমেন্টে আবারও ভরে যায় পোস্টের কমেন্ট সেকশন। সেখানেই একজন অনুরাগী সরাসরি কমেন্টে লিখেছেন, “হচ্ছে টা কি?”
তারপর হঠাৎই এদিন নাতাশাকে দেখা গেল তাঁর দেওরের স্ত্রী ক্রুনালের সঙ্গে একটি স্যালোন থেকে বের হতে। দুই জা মিলে রূপচর্চা করতে গিয়েছিলেন এদিন। তাই দেখার পর মন্তব্য করছেন অভিনেত্রীর অনুরাগীরা আবারও! একজন অনুরাগী এদিন লেখেন “এই সবের খুব দরকার ছিল?”
আরও পড়ুনঃ
Mirzapur : আসছে ‘মির্জাপুর সিজন 3’,দর্শকদের উন্মাদনা বাড়াল টিজার |
২০২০ সালে ৩১শে মে কোভিড পিরিয়ড চলাকালীন নাতাশা এবং হার্দিক, তাঁদের ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যরা মিলে তাঁদের বিয়েপর্ব সারেন। এরপর ২০২৩ সালে উদয়পুরে ১৪ই ফেব্রুয়ারি গ্র্যান্ড ওয়েডিং’র মাধ্যমে সকলের সঙ্গে সেলিব্রেশনে মেতে ওঠেন তারকা দম্পতি। সেখানেই তাঁদের ঝমকালো ছবিতে ভরে যায় দুজনের ইনস্টাগ্রাম ফিড। তবে ৭০ শতাংশ সম্পত্তি দিয়ে দেওয়ার থেকে কিংবা এই সমস্যা মিটিয়ে নেওয়ার সংবাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল তাঁদের অনুরাগীরা। তাই এই সংবাদে দুজনের তরফ থেকে এখনও সরাসারি কোনও মন্তব্য করা হয়নি। তাছাড়াও নাতাশার প্রেম নিয়ে যখন গুঞ্জন শুরু হয়েছিল কিছু দিন আগে যখন এক পুরুষের সঙ্গে কফি ডেটে দেখা যায় তাঁকে। অনেকেই মনে করেন সেই ব্যক্তির সঙ্গেই বোধহয় সম্পর্ক বাঁধতে চলেছেন তাঁরা। তবে জানা যায়, সেই ব্যক্তি তাঁর প্রেমিক নন, ভাই। অ্যালেক্স নামক ওই ব্যক্তি আদপে দিশা পাটানির প্রেমিক।