সংগৃহীত
Bangla Jago Desk: ‘মির্জাপুর’ ওয়েব সিরিজের জগতে এক বিপুল জনপ্রিয় নাম।প্রথম দু’টি সিজেনেই বাজিমাত করেছে এই ক্রাইম ড্রামা সিরিজ। সেই সঙ্গেই জিতে নিয়েছে দর্শকদের মন। এই সিরিজের তৃতীয় সিজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দর্শকরা। দীর্ঘদিন ধরে এই সিরিজের মুক্তির তারিখ নিয়ে নানা ধাঁধা সমাধান করছিলেন ভক্তরা।
[ আরও পড়ুন:
প্রয়াত অভিনেত্রী মালবিকার পরিবারের খোঁজ মিলল না! শেষকৃত্যে কেবল বন্ধুরাই |
]অবশেষে দর্শকদের জন্য সুখবর। প্রকাশ্যে এল ‘মির্জাপুর সিজন ৩-এর মুক্তির তারিখ।সব জল্পনার অবসান। সম্প্রতি প্রকাশিত হওয়া মির্জাপুর সিজন 3 এর টিজারে রিলিজের তারিখ ঘোষণা করা হয়েছে। এই সিরিজটি আগামী ৫ ই জুলাই প্রিমিয়ার হবে।
এই সিরিজের একটি উত্তেজনাপূর্ণ টিজার প্রকাশিত হয়েছে। যেখানে দেখা যাচ্ছে পঙ্কজ ত্রিপাঠীর কালীন ভাইয়া মির্জাপুরে ফিরে আসছেন তার সিংহাসন পুনরুদ্ধার করতে। এদিকে আলী ফজলের গুড্ডু পণ্ডিত তার আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই টিজারটি কুলভূষণ খারবান্দার ভয়েস ওভার দিয়ে শুরু হয়েছে।
যেখানে ‘শের’ কালীন ভাইয়া ‘সাওয়া শের’ গুড্ডু পণ্ডিতের মুখোমুখি হবেন সিংহাসনের লড়াইয়ে। টিজারে দুই প্রধান অভিনেতার মধ্যে তীব্র সংঘর্ষের একটি আভাস পাওয়া যায়।
View this post on Instagram
‘মির্জাপুর সিজন 3’তে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, স্বেতা ত্রিপাঠি শর্মা, রসিকা দুগাল, বিজয় ভার্মা, ইশা তালওয়ার, আনজুম শর্মা, প্রিয়াংশু পাইনিউলি, হর্ষিতা শেখর গৌর, শিবা চাড্ডা এছাড়া আরো বহু তারকা।
View this post on Instagram
সব ঠিকঠাক থাকলে ‘মির্জাপুর সিজন 3’ আগামী পাঁচই জুলাই মুক্তি পাবে প্রাইম ভিডিওতে।