Bengla jago Desk: আজকের রাশিফল বুধবার ১৮ অক্টোবর চন্দ্র আজ মঙ্গলের রাশি বৃশ্চিকে ভ্রমণ করবে। আবার আজই তুলা রাশিতে আসবে সূর্য। এখানে আগে থেকেই মঙ্গল বর্তমান। এর ফলে সূর্য ও মঙ্গলের যুতি হবে। এ ছাড়াও আজ অনুরাধা নক্ষত্রের প্রভাব থাকবে। গ্রহ-নক্ষত্রের এমন অবস্থানের কারণে আজকের দিনটি একাধিক রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ। আবার কোনও রাশির জাতকদের ভেবেচিন্তে ভবিষ্যৎ পরিকল্পনা করতে হবে। চতুর্থী কোন রাশির জাতকদের ভালো কাটতে চলেছে, তা বিস্তারিত জেনে নিন এখানে।
মেষ রাশি
আজকের দিনটি মেষ রাশির জাতকদের জীবনে সমস্যা নিয়ে আসবে।মহিলাদের কারণে পরিবারে অবসাদ দেখা দেবে।যাত্রার দ্বারা লাভ হবে।সন্তানের চাকরির জন্য ব্যস্ত থাকবেন এই রাশির জাতকরা।বুদ্ধি ও বিচক্ষণতার সঙ্গে যে সিদ্ধান্ত নেবেন, তা আপনাকে ভবিষ্যতে লাভ প্রদান করবে।আত্মীয়ের কাছ থেকে প্রতারণার শিকার হতে পারেন। কাউকে বিশ্বাস করার আগে ভালোভাবে চিন্তাভাবনা করে নিন।ছাত্রছাত্রীরা শিক্ষকদের সাহায্যে পড়াশোনায় আগত সমস্যার সমাধান করতে পারবেন।ভাগ্য ৯৩ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। সরস্বতীর পুজো করুন।
বৃষ রাশি
এই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী পারিবারিক কারণে অতিরিক্ত অর্থব্যয়ের সম্ভাবনা। কর্মক্ষেত্রে উন্নতির জন্য অতিরিক্ত পরিশ্রম করতে হবে। তবে আর্থিক উন্নতি খুব একটা ভাল হবে না। অত্যধিক লোভ সম্বরণ করুন। না হলে আগামিদিনে সমস্যায় পড়তে পারেন। গোপন শত্রুর ব্যাপারে সাবধানে থাকুন। সপ্তাহের শেষে অপ্রত্যাশিত প্রাপ্তিযোগ, বয়স্ক জাতক-জাতিকারা মানসিক শান্তির জন্য পূজাপাঠ ও দান-ধ্যান করতে পারেন।
মিথুন রাশি
মিথুন রাশির জাতকরা বিবাদ এড়িয়ে যান। না-হলে ভবিষ্যতে সমস্যার মুখে পড়বেন।পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ থাকলে, আজ চুপ থাকাই শ্রেয়।অসুস্থতা বাড়তে পারে। সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নিন।চাকরিজীবীরা আধিকারিকদের চোখের তারা হয়ে উঠবেন। এর ফলে তাঁদের উন্নতি হবে।জীবনসঙ্গীর সঙ্গে পরামর্শ করার সময়ে বাণী মাধুর্য বজায় রাখুন। না-হলে আপনাদের মধ্যে বিবাদ বাঁধতে পারে।ভাগ্য ৭৮ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। কৃষ্ণকে মাখন-মিশ্রীর ভোগ নিবেদন করুন।
কর্কট রাশি
জীবনযাত্রার মানকে উন্নত করার জন্য আরও পরিশ্রম করতে হবে। সন্তানের উচ্চশিক্ষার জন্য অর্থের সংস্থান হয়ে যাবে। ব্যবসা সম্প্রসারণের জন্য শ্বশুরকুল থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। নিজের শারীরিক অসুস্থতাকে পরিবারের কাছে লুকাবেন না। সপ্তাহের মধ্যভাগে আপনার মনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে। পরিবারে ছোটখাটো সমস্যাকে উপেক্ষা করার চেষ্টা করুন।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের উচ্চাকাঙ্খা পূরণ হবে।নতুন কাজ করার পরিকল্পনা করে থাকলে তাতে সফল হবেন। জনসমর্থন বাড়বে।সন্তানের তরফে বহু প্রতীক্ষিত সংবাদ শুনতে পাবেন।পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদ চলতে থাকলে তার সমাধান হবে।পরিবারের কোনও সদস্যের বিয়েতে বাধা এলে কারও সাহায্য চাইতে পারেন, এর ফলে সমস্যার সমাধান হবে।ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে। কঠিন পরিশ্রম করতে হবে।৮৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনাদের পক্ষে।
কন্যা রাশি
সংসারে হঠাৎ ব্যয়-বৃদ্ধি হলেও অযথা দুশ্চিন্তা করবেন না। ব্যবসায়ীরা এই সময় সতর্ক থাকুন। বিনিয়োগের আগে সেই সম্বন্ধে সম্যক ধারণা থাকা প্রয়োজন। ভাই-বোনদের মধ্যে কারওর অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা। স্ত্রীর কর্মক্ষেত্রে কিছু সমস্যার জন্য কর্ম পরিবর্তনের চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। কন্যাসন্তানের বিবাহ নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। বন্ধু-বান্ধবকে এই সময় অর্থ ধার না দেওয়াই শ্রেয়।
তুলা রাশি
তুলা রাশির জাতকদের আজকের দিনটি মাঝারি ফলদায়ী।প্রিয় মানুষের সঙ্গে দেখা হবে। তাঁদের কাছ থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন।আজ ভেবেচিন্তে কথা বলুন।দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ পূর্ণ হওয়ায় আনন্দিত হবেন। আপনার আত্মবিশ্বাস বাড়বে।বাড়ির কাজ পুরো করার চিন্তাভাবনা করলে আপাতত অপেক্ষা করতে হবে।ভাগ্য ৬৮ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে।
বৃশ্চিক রাশি
এই রাশির জাতক-জাতিকাদের জন্য এই সপ্তাহে কিছু পরিবর্তন লক্ষ করা যায়। কর্মজীবন ও ব্যবসায় চলতে থাকা সমস্যা থেকে মুক্তি পাবেন। বাবা-মার প্রতি কর্তব্য পালন করলেও সেরকম প্রশংসিত হবেন না। কর্মক্ষেত্রে কিছু বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করতে হতে পারে। সন্তানদের অন্যায় আবদার সবসময় মেনে নেবেন না। সপ্তাহের শেষে লটারি বা শেয়ারে বাড়তি অর্থ হাতে এলেও লোভের বশবর্তী হয়ে অতিরিক্ত বিনিয়োগে যাবেন না।
ধনু রাশি
ধনু রাশির জাতকদের সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা উন্নত হবে।বুদ্ধি ও বিচক্ষণতা প্রয়োগ করে বাড়ি ও ব্যবসা সংক্রান্ত সিদ্ধান্ত নিন।কারও প্রভাবে এসে কোনও সিদ্ধান্ত নেবেন না। তা না-হলে পরে সমস্যা দেখা দিতে পারে।মা-বাবার আশীর্বাদে যে ব্যবসা শুরু করবেন, তাতে সফল হবেন।শ্বশুরবাড়ির তরফে আর্থিক লাভ সম্ভব।রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের জন্য আজকের দিনটি বিশেষ ভালো নয়। কোনও নতুন ব্যক্তির সঙ্গে যোগাযোগ গড়ে তুলবেন না।ভাগ্য ৭৫ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে।
মকর রাশি
কর্মজীবনে আপনার ব্যস্ততা থাকলেও পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করুন। সন্তানের ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মূল্যবান সামগ্রী নিজের কাছে রাখুন। সন্তানের উচ্চশিক্ষায় সাফল্যের জন্য বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে। খাওয়া-দাওয়ার ব্যাপারে সাবধানে থাকুন। এই সময় পেটের সমস্যায় কষ্ট পেতে পারেন। সম্পত্তি কেনার আগে কাগজপত্র উপযুক্ত ব্যক্তিকে দিয়ে পরীক্ষা করে নেবেন।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের আত্মবিশ্বাস বাড়তে পারে।উৎসাহের সঙ্গে সমস্ত কাজ করবেন।ব্যবসায়ে বিরোধীরাও পরাজিত হবেন।সমস্ত ক্ষেত্রে পরিবারের সহযোগিতা লাভ করবেন।প্রয়োজনে ভাই-বোনের কাছ থেকে পরামর্শ নিন।আর্থিক উন্নতির চেষ্টায় সফল হবেন।আর্থিক লেনদেনের সময়ে সতর্ক থাকুন।ভাগ্য ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। গণেশকে লাড্ডুর ভোগ নিবেদন করুন।
মীন রাশি
মীন রাশির জাতকদের আজকের দিনটি পারিবারিক জীবনের জন্য সুখকর।সন্তানের তরফে সুসংবাদ পাবেন।সরকারি চাকরির জন্য আবেদন করে থাকলে তা পেতে পারেন।পারিবারিক কলহের সমাপ্তি ঘটবে। পরিবারের ঐক্য বাড়বে।ব্যবসায়ীরা কারও ওপর ভরসা করার আগে পুরো কথা শুনুন ও বুঝুন। না-হলে প্রতারণার শিকার হতে পারেন।ব্যবসায় যে অর্থ লগ্নি করবেন, তা ডুবে যেতে পারে। তাই আজ আপনাদের সতর্ক থাকতে হবে।আজ ৯১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। শিব চালিসা পাঠ করুন।
Free Access