Bangla Jago Desk: আজকের রাশিফল রবিবার ১৫ অক্টোবর চন্দ্র আজ কন্যা রাশি থেকে বেরিয়ে তুলা রাশিতে প্রবেশ করবে। অন্য দিকে চিত্রা নক্ষত্রের প্রভাব থাকবে আজ। রবিবার থেকেই শুরু হচ্ছে শারদীয়া দুর্গোৎসবের প্রতিপদ তিথি। গ্রহনক্ষত্র ও তিথির এমন সংযোগ বেশ কিছু রাশির জাতকদের জন্য শুভ। আবার কোনও কোনও রাশির জাতকদের সতর্ক থাকতে হবে। মেষ রাশির জাতকরা অর্থ লগ্নি করতে পারেন। কেতু গ্রহ পরিবর্তন করতে চলেছে। যার ফলে মঙ্গল-কেতুর সংযোগ কেটে গিয়ে মঙ্গল-কেতু যুতি ঘটবে। যা কিনা বেশ কয়েকটি রাশির জন্য সৌভাগ্য নিয়ে আসবে। আবার কন্যা রাশির জাতকরা নিজের দায়িত্ব পূরণে সফল হবেন। এ ছাড়াও অন্যান্য রাশির আজকের দিনটি কেমন কাটবে তা জেনে নেওয়া যাক।
মেষ রাশি
মেষ রাশির জাতকরা অন্যের সাহায্য করে সন্তুষ্টি লাভ করবেন। তবে অন্যেরা একে আপনার স্বার্থ না-বুঝে বসে, সে দিকে লক্ষ্য রাখবেন।আত্মীয়দের প্রতারণার শিকার হতে পারেন।তাড়াহুড়োয় কারও পরামর্শে কোনও লগ্নি করবেন না।জমি-সম্পত্তি সংক্রান্ত বিবাদের সিদ্ধান্ত আপনার পক্ষে আসবে।ভাগ্য ৭০ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। পিঁপড়েকে আটা খাওয়ান।
বৃষ রাশি
এই সপ্তাহে আপনার ভাগ্য আপনার অনুকূলে থাকবে। বন্ধুবান্ধবের প্ররোচনায় আপনি কোনও হঠকারী সিদ্ধান্ত নিয়ে নেবেন না। প্রতিবেশীদের সঙ্গে অকারণে বিবাদ-বিতর্ক এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্যে উন্নতি ও অর্থাগম। কতিপয় ব্যবসায়ীদের শুল্ক-সংক্রান্ত সমস্যার জন্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা সরকারি সাহায্যে সঠিক দামে ফসল বিক্রি করার চেষ্টা করুন।
মিথুন রাশি
বৃষ রাশির জাতকরা চাকরি সংক্রান্ত কোনও সমস্যার সম্মুখীন হলে বরিষ্ঠদের সাহায্যে সমস্যার সমাধান খুঁজে পাবেন।ছাত্রছাত্রীরা কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে, তাতে সফল হবেন।অনাবশ্যক ব্যয় এড়িয়ে চলুন, তা না-হলে ভবিষ্যতে আর্থিক সংকটের মুখোমুখি হতে পারেন।প্রেম জীবনে সতর্ক থাকুন। সঙ্গীর সঙ্গে তর্ক হতে পারে।৮৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন।
কর্কট রাশি
সপ্তাহের প্রারম্ভে পত্নীর শরীর-স্বাস্থ্য ভালো যাবে না। ছেলেমেয়েদের লেখাপড়ায় গাফিলতি ও অমনোযোগিতার জন্য পরীক্ষার ফল আশানুরূপ নাও হতে পারে। শত্রুরা ক্ষতি করতে পারবে না। তবে সতর্ক থাকতে হবে। সপ্তাহের মধ্যভাগে নতুন সম্পত্তি কেনার ব্যাপারে সুযোগ আসতে পারে। অবিবাহিতদের বিবাহ যোগ প্রবল। সপ্তাহের শেষের দিকে আর্থিক চাপ বৃদ্ধি পেতে পারে।
সিংহ রাশি
সিংহ রাশির ব্যবসায়ীরা বিবাদে জয়ী হবেন।নতুন কাজ করার কথা চিন্তাভাবনা করবেন। এতে ভাইয়ের পরামর্শ নিতে পারেন।অবিবাহিত জাতকদের জন্য পরিবারের সদস্যরা কোনও ভালো প্রস্তাব পেতে পারেন।সামাজিক ক্ষেত্রে মানসম্মান বাড়বে।৬৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনাদের পক্ষে। সকালে সূর্যকে তামার লোটায় জল নিবেদন করুন।
কন্যা রাশি
এই সপ্তাহে কর্মক্ষেত্রে জটিলতা বৃদ্ধি পেলেও কর্ম পরিবর্তন করবেন না। এই সময় আর্থিক চাপ কম থাকবে ও বাড়তি উপার্জনের সুযোগ আসবে। ভাইবোনের সঙ্গে তর্ক-বিতর্কে যাবেন না। ছোট ব্যবসায়ীদের জন্য সময়টি শুভ। সন্তানদের পড়াশোনায় সার্বিক সাফল্যের জন্য মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি। স্ত্রীর প্রচেষ্টায় নতুন সম্পত্তি লাভ হতে পারে। বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য বহু টাকা ব্যয় হতে পারে।
তুলা রাশি
তুলা রাশির জাতকরা পুরনো ঋণ শোধ করতে সফল হবেন।চাকরি ও অফিসে সকলে আপনার পরামর্শ গ্রহণ করবে। আধিকারিকরা আপনার প্রশংসা করবে।নিজের বন্ধুর জন্য উপহার কিনতে পারেন।চাকরিজীবীরা ভালো সুযোগ পাবেন।ভাগ্য ৮৯ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। গণেশ চালিসা পাঠ করুন।
বৃশ্চিক রাশি
আর্থিক দিক থেকে এই সপ্তাহটি বিনিয়োগ ও সম্পদ বৃদ্ধির জন্য শুভ। স্ত্রীর কর্মক্ষেত্রে পদোন্নতি। আমদানি, রফতানি ব্যবসার সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা অতিরিক্ত মুনাফার মুখ দেখতে পাবেন। সপ্তাহের মধ্যভাগে চাকরিস্থান থেকে ভালো খবর আশা করতে পারেন। লটারি বা শেয়ারে কিছু অর্থ হাতে আসতে পারে। মাতৃস্থানীয়া কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। যানবাহনের ওঠানামার ক্ষেত্রে সতর্কতা বাঞ্ছনীয়।
ধনু রাশি
ধনু রাশির জাতকদের জীবনসঙ্গীর সঙ্গে কোনও বিবাদ চললে তার সমাধান হবে।শ্বশুরবাড়ির তরফে সম্মান লাভ করবেন।নতুন কাজের প্রতি রুচি বাড়বে।কোনও অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিন। দৈনিক প্রয়োজনীয়তা পূরণে কিছু অর্থ ব্যয় করবেন।ভাগ্য ৮০ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে। গোরুকে গুড় খাওয়ান।
মকর রাশি
ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি। সন্তানদের পড়াশোনায় সার্বিক সাফল্য়ের জন্য মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। এই সময় দূরে কোথাও ভ্রমণে না যাওয়াই শ্রেয়। সপ্তাহের মধ্যভাগে জাতকের নিজের শরীর খুব একটা ভালো যাবে না। খুব সামান্য কারণে প্রতিবেশীদের সঙ্গে মতবিরোধে যাবেন না। বিনোদন জগতে কর্মরত জাতক-জাতিকাদের জন্য সময়টি শুভ। এই সময় তাঁরা তাঁদের কাজের সাফল্যের জন্য সুনাম অর্জন করতে পারবেন।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকরা ব্যবসায় ছোটখাটো লাভের সুযোগ পাবেন। এর ফলে অর্থ উপার্জনে সফল হবেন। দৈনিক ব্যয় পূর্ণ করতে পারবেন।ব্যাঙ্ক থেকে লেনদেনের কথা চিন্তা করে থাকলে আজ সতর্ক থাকুন।শত্রুদের থেকে সাবধান। বন্ধুর মুখোশের আড়ালে আপনার শত্রু হতে পারে।জীবনসঙ্গীর পরামর্শ আপনার জন্য সহায়ক হবে।রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা জনসমর্থন পাবেন। এর দ্বারা পরবর্তীকালে লাভ হবে।ভাগ্য ৬৫ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। বজরংবাণ পাঠ করুন।
মীন রাশি
গ্রহ সন্নিবেশ অনুযায়ী এই সপ্তাহে আয় খুব ভাল হবে। বিভিন্ন সূত্র থেকে এই সময় হাতে অর্থ আসবে। তবে বেহিসাবি খরচ সামলানোর চেষ্টা করুন। সন্তানের লেখাপড়ায় আশানুরূপ উন্নতি। আগুন ও বিদ্যুৎ থেকে সাবধানে থাকুন। গুরুজনদের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাবে। সপ্তাহের শেষের দিকে স্ত্রীর বাপের বাড়ির সম্পত্তির অধিকার নিয়ে আইনি জটিলতা।
Free Access