Bangla Jago Desk: আজকের রাশিফল বুধবার ৪ অক্টোবর চন্দ্র আজ বৃষ রাশিতে সঞ্চার করছে। আবার আজ রোহিণী নক্ষত্র থাকবে। এর পাশাপাশি সিদ্ধি যোগ, সর্বার্থসিদ্ধি যোগ ও রবি যোগের শুভ প্রভাব বজায় থাকবে। গ্রহ-নক্ষত্র ও যোগের প্রভাবে আজকের দিনটি মেষ রাশির জাতকদের ধন বৃদ্ধি হবে। আবার কন্যা রাশির জাতকরা সমস্ত সমস্যা ও বিবাদ থেকে মুক্তি পাবেন। এ ছাড়াও আজ কোন রাশির ভাগ্যে কী আছে জেনে নেওয়া যাক।
মেষ রাশি
জাতকরা নতুন সম্পত্তি ক্রয়ের পরিকল্পনা করে থাকলে সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। ধন বৃদ্ধি সম্ভব।পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন।কর্মক্ষেত্রে বরিষ্ঠ আধিকারিকদের সাহায্যে আটকে থাকা কাজ সফল হবে।অতিথি আগমনের ফলে অর্থ ব্যয় হবে।ভাগ্য ৯১ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। বজরংবলীকে সিঁদূর ভেঁট করুন।
বৃষ রাশি
এই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী গৃহে সুখশান্তি বজায় থাকবে। পূর্ববর্তী সপ্তাহের তুলনায় এই রাশির জাতক-জাতিকাদের অর্থনৈতিক অবস্থা ভালো হবে। ছোট ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনায় ক্ষেত্রে অন্যের উপর নির্ভর করবেন না। আপনার সন্তান উচ্চশিক্ষায় সাফল্যের জন্য আপনার মুখ উজ্জ্বল করবে। সপ্তাহের মধ্যভাগে কোনও প্রতারকের পাল্লায় পড়ে অর্থহানি হতে পারে। বয়স্করা চলাফেরার সময় সাবধানতা অবলম্বন করুন।
মিথুন রাশি
মিথুন রাশির ব্যবসায়ীরা নতুন প্রকল্প শুরু করবেন এবং এর ফলে তাঁরা প্রসন্ন হবেন।বন্ধুর প্রতারণার শিকার হবেন। এর ফলে মনঃকষ্ট পাবেন। অনাবশ্যক বিবাদ এড়িয়ে যান। না-হলে আর্থিক পরিস্থিতি খারাপ হতেপারে। ছাত্রছাত্রীরা কারও সঙ্গে তর্ক-বিতর্কে জড়াবেন না।ভাগ্য ৭৮ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। শিব চালিসা পাঠ করুন।
কর্কট রাশি
সন্তানের লেখাপড়া সংক্রান্ত বড় সমস্যার সমাধান হতে পারে। আজ আপনি তাদের শিক্ষার জন্য অর্থ ব্যয় করবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের আজ খুব সতর্ক থাকতে হবে, অন্যথায় ক্ষতি হতে পারে।
সিংহ রাশি
জাতকরা নিজের বুদ্ধি ও বিচক্ষণতার প্রয়োগ করে সিদ্ধান্ত নিলে লাভ হবে।নিজের ওপর কারও প্রভাব বিস্তার হতে দেবেন না।কোনও সম্পত্তির সওদা করার আগে দলিলপত্র ভালোভাবে যাচাই করে নিন।রোজগারের ক্ষেত্রে কোনও বাধা এলে তা দূর হবে। আয়ের নতুন সুযোগ পাবেন।দাম্পত্য বিবাদের সমাধান হবে।৮৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনাদের পক্ষে। সাদা বস্তু দান করুন।
কন্যা রাশি
কর্মক্ষেত্রে আপনার বুদ্ধি ও কর্মদক্ষতার জোরে পদোন্নতি ও আর্থিক উন্নতি। ব্যবসায় সম্প্রসারণের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। নতুন সম্পত্তি কেনার ব্যাপারে অর্থের সংস্থান হয়ে যাবে। স্ত্রীর আপনার প্রতি বিরূপ মনোভাবের জন্য শ্বশুরকুলের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। ষাটোর্ধ্ব জাতক-জাতিকারা মানসিক শান্তির জন্য তীর্থভ্রমণের পরিকল্পনা করতে পারেন।
তুলা রাশি
খরচ বহুল সপ্তাহ। এই সময় অতিরিক্ত ব্যয়ের জন্য ঋণগ্রস্ত হয়ে পড়তে পারেন। কর্মক্ষেত্রে গোপন শত্রুর জন্য উন্নতিতে বাধা। স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ। পতঙ্গবাহিত রোগ থেকে এই সময় খুব সাবধানে থাকবেন। বাবা-মার একাকীত্ব দূর করার জন্য তাঁদের সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন। ব্যবসায়ীরা তাঁদের ক্রেতাদের সঙ্গে কথাবার্তায় ভদ্রতা বজায় রাখুন।
বৃশ্চিক রাশি
জাতকরা বিশ্বাস বজায় রেখে কোনও কাজ করলে, অবশ্যই লাভান্বিত হবেন।চাকরিতে সহকর্মীদের সঙ্গে কাজ করতে সফল হবেন।কর্মক্ষেত্রে জীবনসঙ্গীর উন্নতি দেখে প্রসন্ন হবেন।কাছাকাছি কোথাও যাত্রা করতে পারেন।আজ ৯২ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। গোরুকে সবুজ ঘাস খাওয়ান।
ধনু রাশি
ব্যবসায়ীরা সপ্তাহের শুরুতে আর্থিক লেনদেন নিয়ে সমস্যায় পড়তে পারেন। পরিবারের বয়স্ক সদস্যের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। কর্মরত মহিলাদের জন্য সপ্তাহটি শুভ। এই সময় তাদের হাতে বাড়তি অর্থ আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা নিজ দলে বড় পদ পেতে পারেন। শিক্ষার্থীদের ভালো ফলের জন্য আরও পরিশ্রম করতে হবে। বাড়িতে সামাজিক অনুষ্ঠানের জন্য অর্থব্যয় হওয়ার সম্ভাবনা।
মকর রাশি
মকর রাশির জাতকরা শত্রুদের থেকে সাবধানে থাকুন।যাত্রায় যাওয়ার আগে ভালোভাবে চিন্তাভাবনা করে নিন, না-হলে আর্থিক ব্যয় বাড়তে পারে।নতুন কাজ শুরু করতে পারেন, এর ফলে আপনাদের আত্মবিশ্বাস বাড়বে।সন্ধ্যা নাগাদ শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
কুম্ভ রাশি
এই রাশির জাতক-জাতিকাদের পূর্ববর্তী সপ্তাহের তুলনায় ধীরে ধীরে সময় ভালোর দিকে যাবে। জীবনযাত্রার মান বৃদ্ধির জন্য তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। ভবিষ্যতের জন্য সঞ্চয় বৃদ্ধির চেষ্টা করুন। দুর্জন ব্যক্তির থেকে নিজেকে সরিয়ে রাখুন। সপ্তাহের মধ্যভাগে শরীরের ঊর্ধ্বাঙ্গে চোটাঘাত লাগার সম্ভাবনা। খেলাধুলার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন্য সময়টি শুভ।
মীন রাশি
জাতকরা সন্তানের কাছ থেকে আনন্দদায়ক সংবাদ শুনবেন।মায়ের স্বাস্থ্যের যত্ন নিন।এই রাশির বিবাহযোগ্য জাতকরা বিয়ের ভালো প্রস্তাব পাবেন।আজ কোনও কাজে লগ্নি করলে ভবিষ্যতে এর দ্বারা লাভান্বিত হবেন।জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। আবার তাঁদের সঙ্গে ভবিষ্যত বিষয়ে আলোচনা করতে পারেন।আজ ৬৪ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। গায়ত্রী চালিসা পাঠ করুন।
Free Access