ad
ad

Breaking News

Stock market

Stock market : RBI পলিসি ঘোষণা, চাঙ্গা শেয়ার বাজার, বাড়ল নিফটি, মুছে ফেলল গত সপ্তাহের ক্ষতি

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পলিসি ঘোষণা হওয়ার পর শেয়ারবাজার আরো চাঙ্গা হয়েছে বলে মনে করা হচ্ছে।

Nifty has now gained 1.3 percent for the current week

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk : লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে থেকে শেয়ারবাজার ছিল কিছুটা থমকে। ভোটের ফলাফল ঘোষণার দুদিন পর এবার চাঙ্গা হচ্ছে শেয়ারবাজার। গত সপ্তাহের ক্ষতি মুছে ফেলতে সক্ষম হয়েছে। নিফটি বেড়েছে। চলতি সপ্তাহে জন্য নিফটি এখন ১.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নিফটি ৫০ শতাংশ অগ্রগতি ঘটেছে। এই অগ্রগতির সঙ্গে সঙ্গে স্থিতিশীল পরিস্থিতি ফিরে এসেছে।

[ আরও পড়ুন : Rituparna Sengupta : ১৯ জুন ঋতুপর্ণাকে ইডির তলব ]

আর বি আই সূত্রে খবর, নিফটি ৫০ শতাংশ প্রসারিত হয়ে ২৩ হাজারের উপরে ফিরে এসেছে। এর আগে নিফটি ৫০ তার রেকর্ড উচ্চতা থেকে ৫১৭ পয়েন্ট দূরে আগের ট্রেড সেশন শেষ করেছিল। এদিনের আপডেট অনুযায়ী ২৩,০২৯.৯৫ এ নিফটি ৫০, ইনফোসিস রিলায়েন্স এইচডিএফসি ব্যাঙ্কের নেতৃত্বে। আবার স্টক মার্কেট আপডেট প্রসারিত করে ২৩ হাজারের উপর ফিরে আসে কারণ আরবিআই স্থিতিশীলতা বজায় রেখেছে।

[ আরও পড়ুন : School Teacher: বড় খবর, এবার শিক্ষক শিক্ষিকাদের বিরাট সন্মান দিতে চলেছে রাজ্য সরকার ]

ট্রেড সেশনে আর বি আই মনিটারিং পলিসি কমিটি নিয়ে আলোচনা হওয়ার কথা আজ। শেয়ার মার্কেটে স্থিতাবস্থা ফেরায় আরও শেয়ার উঠবে বলে মনে করা হচ্ছে। ভোটের বাজারে একটা ডামাডোল পরিস্থিতি তৈরি হয়েছিল। অবশেষে সেই পরিস্থিতি কাটিয়ে আবার চাঙ্গা হতে শুরু করেছে। একাধিক বড় বড় কোম্পানির শেয়ার দর উঠেছে। শেয়ার কেনার প্রতি আগ্রহ তৈরি হয়েছে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই যে মন্দা ছিল তা কেটে ওঠায় চাঙ্গা শেয়ার বাজার। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পলিসি ঘোষণা হওয়ার পর শেয়ারবাজার আরো চাঙ্গা হয়েছে বলে মনে করা হচ্ছে।