ad
ad

Breaking News

Union Budget 2024

Union Budget 2024: নতুন ও পুরনো কর ব্যবস্থা, কোনটাকে আপনার বেশি পছন্দের মনে হয়? জানুন

একজন ব্যক্তির তার আয়ের উপর নির্ভর করে এই নতুন কর কাঠামোর মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত করতে পারবেন।

Union Budget 2024: Know your preferable tax system

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk : কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারামন চলতে আর্থিক বছরের কেন্দ্রীয় বাজেট পেশ (Union Budget 2024) করেছেন। এবারের অর্থ বাজেটে পুরনো কর ব্যবস্থার কোন পরিবর্তন করেননি তিনি। তবে নতুন কর ব্যবস্থার কথাও এই বাজেটে ঘোষণা করা হয়েছে। নতুন কর ব্যবস্থায় সারের সীমা বাড়ানো হয়েছে। অর্থনীতিবিদদের একাংশের মতে নতুন কর ব্যবস্থা আগের কর ব্যবস্থা তুলনায় অনেক সুবিধাজনক করে তুলবে।
অর্থমন্ত্রী এবারের অর্থ বাজেটে নতুন যে কর ব্যবস্থা প্রস্তাব রেখেছেন তা এইরকম:
০-৩ লক্ষ : শূন্য শতাংশ
৩-৭ লক্ষ: পাঁচ শতাংশ
৭-১০ লক্ষ: ১০ শতাংশ
১-১২ লক্ষ: ১৫ শতাংশ
১২-১৫ লক্ষ: ২০ শতাংশ
১৫ লক্ষের উপরে: ৩০ শতাংশ

[ আরও পড়ুন : Budget 2024 : বাজেটের বিরোধিতায় সংসদে রণংদেহি মূর্তিতে তৃণমূল

একজন ব্যক্তির তার আয়ের উপর নির্ভর করে এই নতুন কর কাঠামোর মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত করতে পারবেন। আবার তিনি যদি ইচ্ছে করেন পুরনো কাঠামো অনুযায়ী তিনি কর দিতে পারবেন। অর্থনীতির বিশেষজ্ঞরা বলছেন, কোন ব্যক্তি ১১ লক্ষ টাকা আয় করে থাকলে চিনি ৩ লক্ষ ৯৩ হাজার ৭৫০ টাকার বেশি ডিডাকশন দাবি করেন সেক্ষেত্রে পুরনো কর ব্যবস্থার অধীনে তার বেশি সঞ্চয় করবে। এই স্তরের ক্ষেত্রে নতুন কর কাঠামো চ্যালেঞ্জিং। পুরনো যে কর কাঠামো রয়েছে সেখানে স্বাস্থ্য বীমা প্রিমিয়াম, শিশুদের স্কুল ফি, ধারা ৮০ সি অধীনে বিনিয়োগ, বাড়ির ঋণের সুদ এবং বাড়ি ভাড়ার উপর কর ছারের অনুমতি রয়েছে। অর্থনীতির বিশেষজ্ঞরা বলছেন একজন ব্যক্তির ক্ষেত্রে যদি এই বিষয়গুলি প্রয়োজনের মধ্যে থাকে সেক্ষেত্রে পুরনো কর ব্যবস্থা তার ক্ষেত্রে বেশি কার্যকরী হবে।
নতুন কর ব্যবস্থায় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হয়েছে। এক্ষেত্রে অনেকেই নতুন কর ব্যবস্থার সুবিধা নিলে উপার্জন বেশি হবে। পুরনো করব্যবস্থা এবং নতুন কর ব্যবস্থা বিচার বিশ্লেষণ করেই একজন ব্যক্তি সিদ্ধান্ত নিতে পারেন তিনি কোনটাকে বেছে নেবেন।