ad
ad

Breaking News

Hooghly

পুরীর রথকে ‘খাটো’ করার অভিযোগ মাহেশের রথের সেবায়েত-কন্যার উপরে, ঠিক কী ঘটেছিল?

এই বিষয়ে স্তুতি অধিকারী তিনি জানান, তিনি কখনোই পুরীর সঙ্গে তুলনা করতে চান নি। মাহেশের রথের ঐতিহ্য বর্ণনা করছিলেন।

Allegations of 'shortening' Puri's Rath on Mahesh Rath's maid-servant

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk : হুগলি: রাকেশ চক্রবর্তী : সম্প্রতি একটি বহুল প্রচলিত রিয়ালিটি শোতে মহেশ জগন্নাথ মন্দিরের সেবাইত কন্যার মাহেশের রথের একটি বক্তব্যকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে সামাজিক মাধ্যমে। যেখানে সেবাইত কন্যার হুগলির মহেশের রথকে বর্ণনা করতে গিয়ে তাকে পুরীর রথের সঙ্গে তুলনা করে ফেলেছিলেন। তার এই মন্তব্য কে ঘিরে অহংকারী কন্যার আখ্যা দিয়েছেন সামাজিক মাধ্যমের কিছু বিশ্লেষকরা। এই বিষয়ে মহেশ সেবাই কন্যা স্তুতি অধিকারীর সঙ্গে কথা বললে তিনি জানান, “আমি কখনোই পুরীর সঙ্গে তুলনা করতে চাইনি।” 

[ আরও পড়ুন : এই রাশির জাতক-জাতিকার জীবনে ঘটতে চলেছে অপরিকল্পিত কিছু , দেখুন আজকের রাশিফল ]

রচনা বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত দিদি নাম্বার ওয়ান রিয়েলিটি শোয়ে প্রতিযোগী ছিলেন স্তুতি। তিনি হুগলিকে উপস্থাপনা করছিলেন, যার সদ্য নির্বাচিত সংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। যদিও সেই কমন ফ্যাক্টর কোনরকম ভাবেই কাজে লাগেনি ওই প্রতিযোগিতায় এমন জানিয়েছেন স্তুতি।
স্তুতি অধিকারী, অধিকারী পরিবারের বড় ছেলে তমাল অধিকারী মেয়ে। বর্তমানে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করছে এই তরুণীর মা সঙ্গীত অধিকারী ও আগে ওই একই বহুল প্রচলিত রিয়েলিটি শো -তে। ২০১৭ সালে মা সঙ্গীতা অধিকারীও বিজেতা হয়েছিলেন ওই প্রতিযোগিতার। মায়ের পর মেয়ে ধারাবাহিকভাবে বিজয়ের খেতাব নিজের সঙ্গে রাখলেও সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কমেন্ট অনুযায়ী স্তুতির রিয়েলিটি শোতে বলা কিছু বক্তব্য কিছু মানুষের ভাবাবেককে কষ্ট দিয়েছে।

[ আরও পড়ুন : এই রাশির জাতক-জাতিকার জীবনে ঘটতে চলেছে অপরিকল্পিত কিছু , দেখুন আজকের রাশিফল

এই বিষয়ে স্তুতি অধিকারী তিনি জানান, তিনি কখনোই পুরীর সঙ্গে তুলনা করতে চান নি। মাহেশের রথের ঐতিহ্য বর্ণনা করছিলেন। তার কথা অনুযায়ী, ওই রিয়ালিটি শো তে বলা বক্তব্যের মধ্যে তিনি এটি উল্লেখ করতে ভুলে গিয়েছিলেন যে সবচেয়ে উঁচু লোহার রথ। তিনি আরো বলেন , পুরী শ্রী ক্ষেত্র, পুরী হল নীলাচল। আর মাহেশ হল নব নীলাচল। পরিবারের সঙ্গে স্তুতি ও যান পুরীতে। তবে সমালোচকদের বিশ্লেষণার কথায় স্তুতি উত্তর দিয়েছেন তিনি কোনো রকম ভাবেই অহংকারী নন। তাদের গর্বের মাহেশের রথ তিনি গর্ব করছেন অহংকার নয়।