ad
ad

Breaking News

Jamai Sasthi 2024

Jamai Sasthi 2024 : জামাইকে ঠান্ডা রাখতে ফ্যান কেনার ভিড় সিউড়িতে

সিউড়ির বড় বড় নামি দামি ইলেকট্রিক দোকানগুলিতে ভিড় লক্ষ্য করা গেল। শীততাপ নিয়ন্ত্রিত মেশিন একদিকে যেমন লক্ষ্য করে যাচ্ছে ঠিক তেমনই অপরদিকে অল্প পয়সায় ফ্যান কেনার হিড়িকও দেখতে পাওয়া যাচ্ছে

There is a rush to buy fans to keep the son-in-law cool

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk : বীরভূম, পার্থ দাস : জামাইষষ্ঠীর আগে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে ফ্যান। মূলত দিন দিন যেভাবে তাপমাত্রা বাড়ছে দক্ষিণবঙ্গে তাতে নাজেহাল বীরভূম জেলার মানুষ। সকাল ৭ টার পর থেকে সূর্যের তাপমাত্রায় বাড়ির বাইরে আর বের হতে পারছেন না সকলে। বঙ্গবাসী এখন চাতক পাখির মতন অপেক্ষা করে আছে। বৃষ্টির আশায় আকাশ পানে তাকিয়ে সবাই। এই গরমে দেদার বিক্রি হচ্ছে বিভিন্ন কোম্পানির টেবিল ফ্যান থেকে শুরু করে সিলিং ফ্যান। আজ জামাইষষ্ঠী, আর এই জামাইষষ্ঠীতে আজকের দিনে জামাইয়ের আদরের মাত্রা অন্যতর থাকে। অন্যান্য সময়ের থেকে তাই খাবারের সময় যেন জামাইদের গরম না লাগে তার জন্য দেখা গেল সিউড়ির বিভিন্ন ইলেকট্রিক দোকানে টেবিল ফ্যান থেকে শুরু করে সিলিং ফ্যান কেনার ভিড়।

[ আরও পড়ুন : Mamata Banerjee: নতুন করে আবাসের সমীক্ষা করবে রাজ্য, প্রশাসনিক বৈঠকে নির্দেশ মুখ্যমন্ত্রীর ]

কাপড় থেকে দোকান মালিক জানান, “বীরভূম জেলায় যে তাপমাত্রা পড়েছে তাতে টেবিল এবং সিলিং ফ্যান প্রায় পার ডে তিনশোর উপর বিক্রি হচ্ছে। দাম বিভিন্ন রকম থাকলেও বেশিরভাগ টেবিল ফ্যান চাহিদা বেশি। আর জামাইষষ্ঠীতে বেশি করে বিক্রি হয়েছে টেবিল ফ্যান। সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত ফ্যান কেনার লক্ষ্য করা গেল বিভিন্ন ইলেকট্রিক দোকানে।”

[ আরও পড়ুন : T20 World Cup 2024: আমেরিকার বিরুদ্ধে জয় দিয়েই পরের রাউন্ডে যেতে চায় ভারত ]

অপরদিকে সিউড়ির বড় বড় নামি দামি ইলেকট্রিক দোকানগুলিতে ভিড় লক্ষ্য করা গেল। শীততাপ নিয়ন্ত্রিত মেশিন একদিকে যেমন লক্ষ্য করে যাচ্ছে ঠিক তেমনই অপরদিকে অল্প পয়সায় ফ্যান কেনার হিড়িকও দেখতে পাওয়া যাচ্ছে। তাতে জামাইষষ্ঠী উপলক্ষে বিক্রিটা অনেকটাই হয়েছে কারণ তাও নতুন জামাই বাড়িতে আসলে গরমে কষ্ট না পায় সেই লক্ষ্য করে শ্বশুররা ফ্যান কিনছেন। আজ জামাই ষষ্ঠীর জন্য বিভিন্ন ষষ্ঠী তলায় পুজো হবে তাই সকাল থেকেই ভিড় জমেছে। বিভিন্ন ষষ্ঠী তলায় যেখানে মা তাদের ছেলের মঙ্গল কামনায় যেমন ষষ্ঠীর পালন করবেন অপরদিকে জামাই মেয়ে সংসারের মঙ্গল কামনায় শাশুড়ি রাও না পুজো দেবেন ষষ্ঠী তলায়। মূলত এই পুজো হয় বটগাছ বা পাকড় গাছের নিচে। পুজোর মূল ফল হল সাত রকমের কলাই সহ আম, হলুদ বাটা এবং হাতে ষষ্ঠীর হলুদ মাখানো সুতো এবং তার পাশাপাশি লাগে পাখা। মা ষষ্ঠীকে ঠান্ডা করতে সেই পাখার হাওয়া দিয়ে পুজোর পালন করা হয়। এছাড়াও সাত রকম কলাই দিয়ে সন্তুষ্ট করা হয়।