Bangla Jago Desk : আবারও বাজি কারখানায় ভয়াবহ আগুন। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত কোলাঘাটের পয়াগ গ্রামে। এই ঘটনায় রীতিমত ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
[ আরও পড়ুন :Weather Today: বুধবার থেকেই বঙ্গে প্রবেশ বর্ষার? কলকাতা কি আবারও ভিজবে স্বস্তির বৃষ্টিতে? কি জানাল হাওয়া অফিস? ]
পূর্ব মেদিনীপুরে অগ্নিকাণ্ডের কথা বললেই প্রথমে মাথায় আসে এগরার খাদিকুলের কথা। তবে এবার আর খাদিকুলে নয় এবার ভয়াবহ এক অগ্নিকাণ্ড ঘটল কোলাঘাটের পয়াগ গ্রামে বেআইনি বাজি কারখানায়। রবিবার ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন গেলেও এখনও সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ঘন জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় বাড়ছে চাপ। কোলাঘাট ব্লকের পয়াগ গ্রামে এই ঘটনা ঘটে বলে খবর।
[ আরও পড়ুন : PM Narendra Modi : শপথ নেওয়া ৭২ মন্ত্রীর মধ্যে নতুন মুখ ৯ জন ]
জানা যায়, পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত কোলাঘাটের পয়াগ গ্রামে একটি বেআইনি বাজি কারখানা ছিল বলে অভিযোগ সামনে আসছে। দীর্ঘদিন ধরে পয়াগ গ্রামের কয়েকটি পরিবার ওই বাজির কারখানায় কাজ করে নিজেদের সংসার চালান। এরই মধ্যে এদিন এমন বিস্ফোরণের খবর সামনে আসে তাতে রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। একটি বাড়ি আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোলাঘাট থানার পুলিশ। এরপর দমকলের দু’টি ইঞ্জিনও পৌঁছয় সেখানে। তবে এলাকা একেবারে অন্ধকার। আবার ঘনবসতির কারণেও সমস্যা রয়েছে। এরই মধ্যে শুধু বাজি ফাটার শব্দ শুনতে পাচ্ছেন এলাকার লোকজন। বেশ কয়েকজন জখম হয়েছেন বলেও খবর। এলাকা ঘিরে রেখেছে পুলিশ। এই সম্পূর্ণ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।