ad
ad

Breaking News

Weather Update

Weather Today: বুধবার থেকেই বঙ্গে প্রবেশ বর্ষার? কলকাতা কি আবারও ভিজবে স্বস্তির বৃষ্টিতে? কি জানাল হাওয়া অফিস?

দক্ষিণবঙ্গে ১২ তারিখের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কলকাতায় প্রবেশের সম্ভাবনা কিছুটা কম। তবে চলতি মাসের ১৫ তারিখের পর পরই রাজ্যে বর্ষা প্রবেশ করতে পারে।

Monsoon entering Bengal from Wednesday?

ছবিঃ সংগৃহীত

Weather Today: সোমবারের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বেশ কিছু জেলায় রয়েছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। সাথেই গত কয়েকদিনে এই বেশ কিছু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। কিন্তু তবুও এই গরমে নাজেহাল বঙ্গবাসী। রাতের দিকে সাময়িকভাবে তাপমাত্রা কমলেও আর্দ্রতা তুলনায় বেড়েছে। যার কারণবশত ক্রমেই বাড়ছে শারীরিক দুর্বলতা। এই কয়েকদিনের গরমে অনেকেই লক্ষ্য করেছেন বোধহয়, এই আদ্রতা বাড়ার কারণে গত কয়েকদিনে ঘাম হওয়ার প্রবণতাও অনেকটা বেড়ে গিয়েছে। যার কারণে অস্বস্তিদায়ক এক পরিস্থিতি তৈরি হয়েছে সকলের জন্য।

এদিন আইএমডি এর জানানো আঞ্চলিক আবহাওয়া দফতর, ও আলিপুর হাওয়া অফিসের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, সোমবার কি কিছুটা তাপমাত্রার পরিবর্তন হতে পারে? কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে? কলকাতার মানুষ কি এই নাজেহাল করে দেওয়া গরম থেকে কিছুটা বিরতি পাবে? আবহাওয়াই বা কেমন থাকবে এখানের? তা ছাড়াও আগামী দিন কয়েকের মধ্যে বর্ষা আদৌ ঢুকবে দক্ষিণবঙ্গে? সবটা জানুন এক নজরে!

দক্ষিণবঙ্গের গত কয়েকদিনে আবহাওয়ার যে পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে, সেই পরিস্থিতিতে আগামী দিন চারেকের মধ্যেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। তাই এই মুহূর্তেই কোনও নিস্তার নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই ভ্যাবসা গরম থেকে মুক্তির। তাছাড়াও পূর্বাভাস অনুযায়ী মনে করা হচ্ছে আগামী দিন চারেক দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আর্দ্রতাজনিত অসস্তি চরমে উঠবে। সোমবারেও তাপমাত্রা সর্বোচ্চ ৩৭ ডিগ্রিতে পৌঁছেবে এবং সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৯ ডিগ্রি সেলসিয়াস।

তবে উত্তরবঙ্গের চিত্র একটু আলাদাই লক্ষ্য করা যাবে, দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনার দেখা মিলেছে, সাথে ঝোড়ো হাওয়ার দাপটও থাকবে এদিন একাধিক জেলা গুলিতে জানিয়েছে আইএমডি। এ ছাড়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে সোমবার বৃষ্টি হতে পারে।

চলতি সপ্তাহের বুধবার থেকে আবহাওয়ার কিছুটা হলেও পরিবর্তন হতে চলেছে। বৃষ্টি হবে কলকাতাতেও। সঙ্গেই বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে বলেই অনুমান করছে আবহাওয়া দফতর। শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ সব জেলাতেই সেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর। তবে বুধবার থেকে বৃষ্টি নামলে তখনই তাপমাত্রা খানিকটা কমতে পারে। উত্তরবঙ্গে আগেই বর্ষা প্রবেশ করেছে তবে, এবার অনুমান করা হচ্ছে দক্ষিণবঙ্গে ১২ তারিখের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কলকাতায় প্রবেশের সম্ভাবনা কিছুটা কম। তবে চলতি মাসের ১৫ তারিখের পর পরই রাজ্যে বর্ষা প্রবেশ করতে পারে।