ad
ad

Breaking News

Mamata Banerjee

Mamata Banerjee: লোকসভা ভোট মিটতেই আজ নবান্নে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

আজ অর্থাৎ ১১ জুন নবান্নের সভা ঘরে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী।

Chief Minister Mamata Banerjee will hold an administrative meeting in Nabanna today after the Lok Sabha polls

ছবি : সংগৃহীত

Bangla Jago Desk : সবে মাত্র শেষ হয়েছে গণতন্ত্রের মহোৎসব। লোকসভা ভোট মিলেছে খুব বেশিদিন হয়নি। সামনে এসেছে ফলাফলও। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর আসনে বসেছেন নরেন্দ্র মোদি। তবে এবার একক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নয়। দশ বছর পর জোট সরকার পেয়েছে ভারত। এনডিএ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তাদের মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে। ইতিমধ্যেই তিনি এবং তাঁর বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা শপথ গ্রহণ করেছেন।

[ আরও পড়ুন – মোদী মন্ত্রিসভায় নতুন মুখ সুকান্ত, পুরনো দায়িত্বে শান্তনু ঠাকুর ]

এবার আজই শুরু হয়েছে নতুন পর্যায়ের প্রশাসনিক কাজের গতি বৃদ্ধি। লোকসভা ভোট মিটতেই প্রশাসনিক কাজে গতি আনতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই আজ অর্থাৎ ১১ জুন নবান্নের সভা ঘরে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে বিভিন্ন দফতরের মন্ত্রীদের। এই বিভিন্ন দফতরের মন্ত্রীরা ছাড়াও উপস্থিত থাকবেন বিভিন্ন শীর্ষ পর্যায়ের আধিকারিকরা। নবান্ন সূত্রে খবর রাজ্যে বেশ কিছু প্রকল্প রয়েছে। সেই প্রকল্পগুলির কাজ কি অবস্থায় রয়েছে সেই বিষয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী জানতে চাইবেন।

[ আরও পড়ুন – ফিল্মি কায়দায় লুঠপাট সোনার দোকানে, গ্রেফতার ১ দুষ্কৃতী ]

প্রসঙ্গত গত মার্চ মাসের তৃতীয় সপ্তাহে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরেই আদর্শ আচরনবিধি চালু হয়ে যায় সমগ্র দেশ জুড়ে। ফলতো সেই কারণে রাজ্যে নতুন কোন কাজ শুরু করতে পারেনি রাজ্য সরকার। তবে এবার লোকসভা ভোট মিটতেই প্রথম পর্যায়ের বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী, তার বিভিন্ন দফতরের মন্ত্রীরা এবং শীর্ষ আধিকারিকরা। রাজ্যের বিভিন্ন কাজে একেবারে জোড় কদমে ঝাঁপিয়ে পড়তে চায় রাজ্যের শাসক দল। এবার আজকের বৈঠকে ঠিক কি কি বিষয় আলোচনা হবে সে বিষয়টি লক্ষণীয়।