ad
ad

Breaking News

Jewelery Robbery

ফিল্মি কায়দায় লুঠপাট সোনার দোকানে, গ্রেফতার ১ দুষ্কৃতী

রানিগঞ্জের সেনকো গোল্ডের শোরুমে ডাকাতির ঘটনায় ১জনকে গ্রেফতার করল  পুলিশ। তল্লাশি চালানোর পর রবিবার গভীর রাতে গিরিডির সারিয়া থেকে সুরজ কুমার সিংকে গ্রেফতার করে পুলিশ।

Robbery in filmy way, 1 criminal arrested

Bangla jago Desk: রানিগঞ্জের সেনকো গোল্ডের শোরুমে ডাকাতির ঘটনায় ১জনকে গ্রেফতার করল  পুলিশ। তল্লাশি চালানোর পর রবিবার গভীর রাতে গিরিডির সারিয়া থেকে সুরজ কুমার সিংকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত বিহারের গোপালগঞ্জের বাসিন্দা। তাকে আসানসোল আদালতে তোলা হয়। আদালত অভিযুক্তকে পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। এদিকে,পুলিশের  সাফল্যের প্রশাংসা করছেন ব্যবসায়ীরা।

ফিল্মি কায়দায়, ..রবিবার দুপুরে বাইকে করে এসে রানিগঞ্জের সেনকো গোল্ডের শোরুমে হানা দেয় একদল বন্দুকবাজ।রীতিমতো বন্দুক দেখিয়ে লুঠপাট চালাতে চা।দোকানের কর্মীও রক্ষীদের গান পয়েন্টে রেখে গয়না লুঠ করে ডাকাতদল।শ্রীপুর ফাঁড়ির আইসি মেঘনাদ মণ্ডল ডাকাতির খবর পেয়ে একাই ঘটনাস্থলে পৌঁছে যান। শোরুমের বাইরে দাঁড়িয়ে থাকা ডাকাতদের সঙ্গে তাঁর গুলির লড়াই চলতে থাকে। সেই সময়ে রানিগঞ্জ থানা ও শ্রীপুর ফাঁড়ি থেকে পুলিশবাহিনীও শোরুমে পৌঁছয়। তার আগেই লুঠ করা গয়না নিয়ে বাইকে চড়ে আসানসোলের দিকে পালিয়ে যায় দুষ্কৃতীরা।তাদের মধ্যে একজনের পায়ে গুলি লেগেছিল।পরে একটি গাড়ি ছিনতাই করে ঝাড়খণ্ডের দিকে চলে যায় ভিনরাজ্যের লুঠেরারা। অত্যাধুনিক পদ্ধতিতে লুঠপাটের সেই ঘটনায় বড়সড় সাফল্য পেল পুলিশ।২৪ঘন্টার মধ্যে এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।ধৃতের নাম সুরোজ কুমার সিং। সে বিহারের গোপালগঞ্জের বাসিন্দা।

এই বিষয়ে সারিয়া-বাগোদরের এসডিপিও ধনঞ্জয় রাম বলেন, “রানিগঞ্জে একটি গয়নার দোকানে ডাকাতি করার পরে, একটি অপরাধীর দল গিরিডি জেলার দিকে পালিয়ে এসেছিল। সে খবর পেয়েছিলাম। সেই মতো এলাকায় তল্লাশি অভিযান চলছিল। সারিয়া এলাকা থেকে ডাকাতির সঙ্গে জড়িত এক ব্যক্তিকে অস্ত্র ও কিছু গয়না সহ গ্রেফতার করা হয়েছে। ডাকাত দলের বাকি সদস্যদের সন্ধানে তল্লাশি শুরু হবে।এডিপিসির   তৎপরতাও পুলিশ বাহিনীর সম্মিলিত প্রয়াসে ডাকাতির ঘটনার ২৪ ঘন্টা পর  একজন অপরাধী পুলিশের হাতে এসেছে। একইসঙ্গে   রানিগঞ্জের ৬০ নং জাতীয় সড়কের সংলগ্ন এলাকা সহ অন্যত্র বাড়ানো হয়েছে নিরাপত্তার  নজরদারি।চলছে তল্লাশি।বাকিদের গ্রেফতার করার পর পুরো অপারেশনের ব্লুপ্রিন্ট সামনে আসবে বলে আশা পুলিশ কর্তাদের।