ad
ad

Breaking News

INDIAN FOOTBALL

INDIAN FOOTBALL : রেফারির দয়ায় জয় কাতারের, ভারতের বিপক্ষে চুরি করা গোলই ম্যাচের পার্থক্য গড়ে দিল

রেফারির ভুল সিদ্ধান্তে হারতে হল ভারতকে।

Qatar's victory at the mercy of the referee

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk : কাতারের দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে মঙ্গলবার ফিফা বিশ্বকাপ ২০২৬ এবং এএফসি এশিয়ান কাপ ২০২৭-এ কোয়ালিফিকেশন রাউন্ড ২ এ শেষ ম্যাচে স্বাগতিক কাতারের বিরুদ্ধে ১-২ গোলে হার ভারতের। রেফারির ভুল সিদ্ধান্তে হারতে হল ভারতকে। প্রথমার্ধে বেশ ভালোই শুরু করেছিল দুই দল। একে অপরকে টক্কর দিচ্ছিল। কাতারের অনেক গোলমুখী শট সেভ দিয়ে খেলায়  বাঁচিয়ে রেখেছিল অধিনায়ক গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু।

[আরও পড়ুনঃ সুনীলের পারফরম্যান্সের বিষয়ে আত্মবিশ্বাসী কোচ ইগর স্টিম্যাচ]

৩১ মিনিটে মনবীর ভালো প্রচেষ্টা করলেও গোল করতে পারেননি। অবশেষে ৩৭ মিনিটে ব্রেন্ডন ফার্নান্ডেজ এর বাড়ানো বলে গোল করে ছাংতে। প্রথমার্ধে এক এক কোন লাইনে খেলা শেষ হয়। দ্বিতীয়ার্ধে সেরকম একটা কিছু করতে পারেনি ভারতীয় দল। কাতার দল তারই মাঝে বারবার আক্রমণ শানাচ্ছিল ভারতীয় গোল পোস্টে। খেলা শেষ হওয়ার ১৫ মিনিট আগে কাতারের ইউসুফ ফারাহাত একপ্রকার প্রায় চুরি করেই গোল করে গেলেন। কাতারের খেলোয়াড়ের একটি শট গুরুপ্রীত সেভ দিলেও তার পায়ে লেগে বলটি পোষ্টের পাশে  টাচ লাইনের বাইরে চলে যায়। সেখান থেকে বল টেনে এনে গোল করে যায় কাতারের খেলোয়াড়রা। রেফারি এটাকে গোল বলে মান্যতা দেয়। এর বিরুদ্ধে প্রতিবাদ করে ভারতীয় খেলোয়াড়রা। কিন্তু কি আর করা যাবে রেফারির হাত দিয়েই ততক্ষণে শেষ হয়ে গিয়েছে ভারতের পরবর্তী রাউন্ডে যোগ্যতা অর্জন করার স্বপ্ন। ৮৫ মিনিটে আবারও কাতারের পক্ষে গোল করে যায় আহমেদ আল রাওয়াই। ভারত আর সেই গোল শোধ করতে পারেনি। চুরি করা গোলই ভারতের মনোবল ভেঙে দেয়। এরপর আর ঘুরে দাঁড়াতে পারিনি ভারতীয় দল।

[ আরও পড়ুনঃ T20 World Cup : পাকিস্তানের সিনিয়র প্লেয়ারদের এক হাত নিলেন কার্স্টেন! কি বললেন প্রাক্তন ভারতীয় কোচ?  ]

তৃতীয় রাউন্ডে ওঠার সহজ সুযোগ প্রায় নিজেরাই শেষ করেছিল ভারত। আফগানিস্তানের বিরুদ্ধে একটি ড্র একটি হারের ফলে কুয়েতের বিরুদ্ধে ম্যাচ জিততেই হতো। সেই ম্যাচ ড্র হওয়ায় কাতারের বিরুদ্ধে পয়েন্ট ভাগ করতে হলে কুয়েতের দিকে তাকিয়ে থাকতে হতো ভারতকে।  কিন্তু কাতারের বিরুদ্ধে ২-১ গোলে পরাজয় এবং অপরদিকে আফগানিস্তানের বিরুদ্ধে কুয়েতের ১-০ গোলে জয় ভারতের ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের  তৃতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্ন ভেঙে দিল।