ad
ad

Breaking News

India vs Pakistan T20 World Cup 2024 Report

India vs Pakistan : হারের শিরোনাম থেকে বিশ্বাসের জেরেই ফিরে আসা যায়! মাত্র ১১৯ করেও পাক বধ ভারতের

পাকিস্তানের হাতে ছিল ১১৯ রানের টার্গেট তবে এত কম রান হওয়ার শর্তেও তাদের মধ্যে যে পরিকল্পনার অভাব রয়েছে তা বোঝা যাচ্ছিল, বাবর আজ়ম, মহম্মদ রিজ়ওয়ানদের শট খেলা দেখে

India vs Pakistan, T20 World Cup 2024 Report

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk : ভারতীয় সময়ে রবিবার বেশ দেড়িতেই শুরু হয়েছিল, এদিনের বহুল প্রতীক্ষিত ভারত বনাম পাকিস্তান’র ম্যাচ। তাছাড়াও বলাইবাহুল্য এদিনের ম্যাচ ছিল দুজনের কাছেই গুরুত্বপূর্ণ। ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ১১৯ রানের সহজলভ্য টার্গেট পাকিস্তানকে ছুঁড়ে দেয় ব্লু আর্মি। তবে তাতেও লাভের লাভ হল না, ভারতীয় বোলারদের দাপটে ৬ রেনে হারল পাক বাহিনী।

[ আরও পড়ুন : PM Modi Swearing-in Ceremony : শুরুতেই হোঁচট, মোদি-সরকারে যোগ দিল না এনসিপি’র অজিত পাওয়ার গোষ্ঠী ]

যদিও রবিবার দিন বৃষ্টির কারণে বেশ কিছুটা সময় দেড়ি হয় খেলা শুরুতে। এদিনের খেলার নির্ধারিত সময়ের থেকে প্রায় দেড় ঘন্টা দেড়িতে শুরু হয়েছিল ইনিংস। তাছাড়াও ভারতের ইনিংসের শুরতেই প্রথম ওভার হয়ে গেলে আবারও বৃষ্টি নামলে খেলা থামিয়ে দিতে হয়। এরপর বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পর, ম্যাচ শুরু হলেই নাসিম শাহ’র বলে মোট ৪ বলে ৩ রান করে আউট হয়ে যান বিরাট।
এরপর পরের ওভারে রহিতকে নিজের বলে আউট করেন পাকিস্তানের অন্যতম সেরা বোলার শাহিন শাহ আফ্রিদি। মাত্র ১২ বল খেলে ১৩ রান করে ১৯ রানে আউট হয়ে যান ভারতের সেরা দুজন ব্যাটসম্যান। এরপরই তড়িঘড়ি মাঠে নামানো হয় অক্ষর পটেলকে। এদিনের ইনিংসে চার নম্বরে ব্যাট করতে নেমে মোট ১৮ বলে ২০ রান করেন এই ক্রিকেটার। উল্টো দিকে পাওয়ার প্লে-তে দলের হয়ে ইনিংস ধরার চেষ্টা করছিলেন ঋষভ পন্থ। কিন্তু এরপরই ৫৮ রানের মাথায় ভারত আবারও আরেকটি উইকেট হারায়। নাসিমের করা সুইং বলের ফাঁকে সোজা বল আসবে বলে বুঝতে পারেননি অক্ষর, সোজা বোল্ড হয়ে যান ক্রিকেটার। তাছাড়াও এদিন আমিরের বোলিং-ও ছিল চোখে পড়ার মতো। পাকিস্তানের তিনজন পেসার ততক্ষণে বুঝে গিয়েজাচ্ছ মাঠে ভালো সুইং পাওয়া যাচ্ছে, তাই সুযোগ হাতছাড়া করতে চাননি।
এই সুইং-এর পরেও ভারত ৮৯ রান তুলেছিল। এরপর সূর্যকুমার যাদব ৮ বলে ৭ রান করেন। কিন্তু স্কুপ করতে গিয়ে মিড অফে ক্যাচ তুলে দেন টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে থাকা ব্যাটার। হ্যারিস রউফের স্লোয়ার বলে ভুল শট খেলে আউট হয়ে যান সূর্য। এরপর একে একে আউট হয়ে যান আরও প্লেয়াররা। শিবম দুবে (৩), হার্দিক পাণ্ড্য (৭) এবং রবীন্দ্র জাডেজা (০) এলেন এবং আউট হয়ে যান। তবে পন্থ এদিন ৩১ বলে ৪২ রান না করলে ভারতের ইনিংস আরও কম রানে শেষ হয়ে যেত। এদিন ভারতের মোট ৯টি উইকেট পাকিস্তান নিজেদের দখলে আনেন, যার পেছনে বেশি অবদান রয়েছে পাকিস্তানের পেসারদের। এদিন নাসিম শাহ এবং হ্যারিস রউফ মোট তিনটি করে উইকেট নেন। তাছাড়াও দু’টি উইকেট মহম্মদ আমিরের এবং একটি উইকেট ছিল শাহিন শাহ আফ্রিদির। তাঁদের চার জনের সুইং এবং পেস সামলাতে সমস্যা পড়ে যায় ভারত।

[ আরও পড়ুন : PM Narendra Modi : শপথ নেওয়া ৭২ মন্ত্রীর মধ্যে নতুন মুখ ৯ জন ]

পাকিস্তানের হাতে ছিল ১১৯ রানের টার্গেট তবে এত কম রান হওয়ার শর্তেও তাদের মধ্যে যে পরিকল্পনার অভাব রয়েছে তা বোঝা যাচ্ছিল, বাবর আজ়ম, মহম্মদ রিজ়ওয়ানদের শট খেলা দেখে। সেই সুযোগ ছাড়তে চায়নি ভারতীয় প্লেয়াররা। ভারতের এত কম রানের লক্ষ্য দেওয়ার শর্তেও কেও এদিন ইনিংস ধরে রাখার চেষ্টা করেননি। তারই ফল ভুগতে হল পাকিস্তাকে। কারণ ভারত যে অবস্থায় ইনিংস শেষ করেছিল, তাতে তাদের নাম হারের শিরোনামে ছেপে দেওয়া হয়েছিল। এদিন বুমরা নিলেন মোট তিনটি উইকেট। সাথে হার্দিক পাণ্ড্য নিলেন ২টি এবং একটি করে উইকেট নিলেন আরশদীপ সিংহ এবং অক্ষর পটেল। উইকেট নেওয়ার সাথে সাথেই ভারতীয় বোলাররা রানও আটকে রাখলেন পাকিস্তানের প্লেয়ারদের। পর পর টানা দু’টি-ম্যাচ জিতে সুপার আটের দৌড়ে জায়গা মজবুত করল ভারত। তবে পাকিস্তান টানা দুটি-ম্যাচ পর পর হারায়, তাঁদের পরিস্থিতি কিছুটা জটিল। আপাতত ভারত-আমেরিকা দুটি-দলেরই ৪ পয়েন্ট করে রয়েছে নিজেদের খাতায়।