ad
ad

Breaking News

PM Modi Swearing-in Ceremony

PM Modi Swearing-in Ceremony : শুরুতেই হোঁচট, মোদি-সরকারে যোগ দিল না এনসিপি’র অজিত পাওয়ার গোষ্ঠী

মহারাষ্ট্রের চারটি আসনে লড়াই করে মাত্র একটি আসনে জিততে পেরেছে অজিতের দল। ফলে স্বাভাবিক ভাবেই তাঁর দর কমে গিয়েছে বিজেপির কাছে

Ajit Pawar group of NCP did not join Modi government

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk : শুরুতেই তাল কাটল। পরনির্ভর মোদি-সরকারে যোগ দিলেন না জোটের অন্যতম শরিক এনসিপি (অজিত পাওয়ার) গোষ্ঠী। অজিত পাওয়ার একটি পূর্ণমন্ত্রী পদ চেয়েছিলেন। কিন্তু, তাঁদের দাবি মানেনি জোটের বড় শরিক বিজেপি। অজিত পাওয়ারের দলকে একটি প্রতিমন্ত্রীর পদ দেওয়ার প্রস্তাব দিয়েছিল বিজেপি। আর তাতেই গোসা হয় অজিত পাওয়ারের।

[ আরও পড়ুন : Daily Horoscope : সপ্তাহের প্রথম দিনে সর্বার্থসিদ্ধি যোগ, ধনলাভ হবে এই ৪ রাশির জাতকের ]

মন্ত্রিসভায় যোগ না দিয়ে আপাতত অপেক্ষার রাস্তায় হাঁটছেন তিনি। এই প্রসঙ্গে অজিত পাওয়ার বলেন, ‘ আগে প্রফুল্ল প্যাটেল পূর্ণমন্ত্রী ছিলেন। আমাদের মনে হয়েছে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হওয়ার প্রস্তাব গ্রহণ করা ঠিক হবে না। তাই আমরা জানিয়েছি কিছু দিনের জন্য অপেক্ষা করতে প্রস্তুত। কিন্তু আমরা পূর্ণমন্ত্রিত্ব চাই।‘ আগের মন্ত্রিসভার পূর্ণমন্ত্রী প্রফুল্ল প্যাটেল জানান, আগে তিনি পূর্ণমন্ত্রী ছিলেন। এখন প্রতিমন্ত্রী হওয়ার প্রস্তাবে রাজি হলে তাঁর ‘পদাবনতি’ হবে। তাই এখনই এই প্রস্তাব গ্রহণ করা হয়নি।

[ আরও পড়ুন : Murshidabad : ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত মুর্শিদাবাদ, গুলিতে মৃত ১ তৃণমূল কর্মী ]

মহারাষ্ট্রের চারটি আসনে লড়াই করে মাত্র একটি আসনে জিততে পেরেছে অজিতের দল। ফলে স্বাভাবিক ভাবেই তাঁর দর কমে গিয়েছে বিজেপির কাছে। আর সেই সুযোগে অজিতের দলকে কোনও পূর্ণমন্ত্রী দিল না বিজেপি। যা নিয়ে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। অজিতের দলের অনেকে এনসিপি’র শরদ পাওয়ারের সঙ্গে যোগাযোগ করছেন বলে খবর। রবিবার রাষ্ট্রপতি ভবনে তৃতীয় এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে অবশ্য হাজির ছিলেন অজিত পাওয়ার।  এনডিএ-র শরিক দল এনসিপি-র সরকারে যোগ না দেওয়ার বিষয়ে বিজেপি নেতা দেনেদ্র ফড়নবিশ জানান, যখন একটা জোট সরকার গঠিত হয়, তখন কিছু নিয়ম মেনে চলার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু একটা দলের জন্য সেই নিয়ম বদলাতে পারে না।‘ শুরুতেই জীর শরিকদের নিয়ে মাথাব্যথা বাড়ল মোদির।