চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk : অনেক বাধা বিপত্তি কাটিয়ে অবশেষে বুধবার মহাকাশে পাড়ি দিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। বুধবার পাড়ি দিয়ে অবশেষে শুক্রবার আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছন সুনিতা এবং সুনিতার সঙ্গে থাকা বাকিরা ও। আর স্পেস স্টেশনে পৌঁছেই আনন্দে নেচে ওঠেন সুনীতা। আপাতত আগামী এক সপ্তাহ এই আন্তর্জাতিক স্পেস স্টেশনেই থাকবেন সুনীতা।
That feeling when you’re back on the station! 🕺
@NASA_Astronauts Butch Wilmore and Suni Williams are greeted by the @Space_Station crew after @BoeingSpace #Starliner‘s first crewed journey from Earth. pic.twitter.com/fewKjIi8u0— NASA (@NASA) June 6, 2024
[ আরও পড়ুন : T20 World Cup : পাকিস্তানকে হারানোর নায়ক মার্কিন ক্রিকেটার সৌরভ নেত্রভালকর সম্পর্কে কতটুকু জানেন? ]
প্রসঙ্গত, তৃতীয় বারের জন্য মহাকাশে পাড়ি দিলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। সিএসটি-২০০ বোয়িং স্টারলাইনার স্পেস ক্যাপসুলে চেপে মহাকাশে পাড়ি দিলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। নানা বাধা বিপত্তি কাটিয়ে যাত্রা করলেন তিনি। প্রযুক্তিগত ত্রুটির জেরে শেষ মুহূর্তে পিছিয়ে গিয়েছিল অভিযান। অবশেষে বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ৫২ মিনিটে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস স্টেশন থেকে ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের অ্যাটলাস–ফাইভ রকেটের মাধ্যমে অভিযানের যাত্রা শুরু হয়েছে। এবারও মহাকাশ অভিযানে সুনীতা সঙ্গে রেখেছেন গীতা ও একটি গণেশ মূর্তি। সহকর্মী বুচ উইলমোর–এর সঙ্গে এই অভিযানে গেলেন সুনীতা।
[ আরও পড়ুন : Horoascope: কোন রাশির জাতক-জাতিকাদের জন্য আজ হবে শুভ দিন? জেনে নিন ]
আগামী এক সপ্তাহ আন্তর্জাতিক স্পেস স্টেশনেই থাকবেন সুনীতা। অ্যাটলাস ৫ রকেটে চেপে মহাকাশে রওনা দিয়েছেন তাঁরা, সেটির নকশা তৈরিতেও সুনীতার ভূমিকা রয়েছে। উল্লেখ্য, এই নিয়ে তৃতীয় বারের মতো মহাকাশে পাড়ি দিলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। এই যাত্রা অবশ্য কয়েকদিন আগেই হওয়ার কথা ছিল। তবে প্রযুক্তিগত ত্রুটির জেরে শেষ মুহূর্তে পিছিয়ে গিয়েছিল সেই অভিযান। অবশেষে নানান প্রতিকূলতা কাটিয়ে মহাকাশে পাড়ি দিলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস।